Thursday, August 21, 2025

দেশভাগের পর থেকেই হিন্দুরাষ্ট্র ভারত, কৈলাসের মন্তব্যে শোরগোল

Date:

দেশভাগের পর থেকেই হিন্দুরাষ্ট্র হয়ে গিয়েছে ভারত। তাই ভারত অনেক আগে থেকেই হিন্দুরাষ্ট্র। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র এমন বিতর্কিত মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। তাঁর এই মন্তব্য দেশের সংখ্যালঘুদের ভাবাভাগে আঘাত করেছে বলে দাবি বিরোধীদের।

আরও পড়ুন:বঙ্গ- বিজেপির পর্যবেক্ষকের পদ থেকে সরছেন কৈলাশ! দায়িত্বে কি সুনীল?

হিন্দুরাষ্ট্র প্রসঙ্গে কৈলাস বলেন, “স্বাধীনতার সময় দেশভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। দেশভাগের পর একটি নতুন রাষ্ট্রের জন্ম হয়েছিল। সেই নতুন রাষ্ট্রের নাম হয় পাকিস্তান। আর বাকি অংশ হয়ে গিয়েছে হিন্দুরাষ্ট্র।” অর্থাৎ কৈলাসের বক্তব্য, দেশভাগ যেহেতু ধর্মের ভিত্তিতে হয়েছিল, তাই অন্যদেশটি মুসলিম হলে ভারত হিন্দুরাষ্ট্র।

কৈলাসের দাবি, এ দেশের মুসলমানরা আগে হিন্দু ছিলেন। এ প্রসঙ্গে বিজেপি নেতা ভোপালে তাঁর এক পরিচিত মুসলিমের উদাহরণ টেনে জানান, রোজ নিয়ম করে হনুমান চালিসা পাঠ করে তিনি। শিব মন্দিরেও যান নিয়মিত। কারণ, তিনি মনে করেন, তাঁর পূর্বপুরুষেরা একসময় হিন্দু ছিলেন। শুধু তাই নয়, যুবসমাজ যাতে বিপথে চালিত না হয়, সেটা নিশ্চিত করতে একটি “হনুমান চালিশা” ক্লাব তৈরির সিদ্ধান্ত নিয়েছেন কৈলাস।

মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচন আসন্ন। ঠিক তার আগে কৈলাসের নতুন করে হিন্দুরাষ্ট্রের জিগির তোলাটা বেশ তাৎপর্যপূর্ণ। কংগ্রেসের অভিযোগ, ভোটের আগে ফের ধর্মের নামে বিভাজনের চেষ্টা করছে বিজেপি। কৈলাসের এমন মন্তব্য শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version