Friday, November 7, 2025

বঙ্গ- বিজেপির পর্যবেক্ষকের পদ থেকে সরছেন কৈলাশ! দায়িত্বে কি সুনীল?

Date:

রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির ফল একেবারেই ভালো না। যদিও গেরুয়া শিবিরের এই ভরাডুবির অন্যতম কারণ হিসেবে বাংলায় পর্যবেক্ষকের দায়িত্বে থাকা কৈলাশ বিজয়বর্গীয়কে (Kailash Vijayvargiya) দায়ী করে লাগাতার আক্রমণ করতে দেখা গিয়েছে বিজেপিরই একাংশের নেতৃত্বকে। তবে বিধানসভা নির্বাচন মিটে যেতেই বিজেপির একাধিক কেন্দ্রীয় বৈঠকে খোঁজ মেলেনি বিজয়বর্গীয়র। শোনা যাচ্ছে, এবার পর্যবেক্ষকের পদ থেকে সরিয়ে ফেলা হচ্ছে কৈলাশকে। সূত্রের খবর, নতুন পর্যবেক্ষকের পদে আসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক সুনীল দেওধর (Sunil Deodhar)।

আরও পড়ুন: পাঁচ বছরে কি হারে সুতোর দাম বৃদ্ধি পেয়েছে? সাংসদ ড: শান্তনু সেনের প্রশ্নের জবাবে জানালো কেন্দ্র

লক্ষ্য ২০২৪-এ লোকসভা নির্বাচন। এছাড়াও রয়েছে পঞ্চায়েত নির্বাচনও। সেই কারণে দলীয়ভাবে সংগঠনকে মজবুত করতেই শীঘ্রই নতুন পর্যবেক্ষকের পদে নিযুক্ত করা হচ্ছে বলে বিজেপি সূত্রে খবর। গতবছর শেষের দিকে ত্রিপুরায় পুরসভা নির্বাচনে বিজেপির জয়ের কৃতিত্ব দেওয়া হয়েছে সুনীল দেওধরকেই (Sunil Deodhar)। বিজেপি সূত্রে খবর, পরবর্তী পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হবে সুনীল দেওধরকে। যদিও এই বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বই।

২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় (Tripura Assembly Election) বিজেপি-র সাফল্য এনে দিয়েছিলেন সুনীল দেওধর। বিজেপির সর্বভারতীয় সম্পাদক এর আগে গুজরাতের দাহোড় জেলার দায়িত্বে ছিলেন। তখন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ২০১৩ সালে দিল্লি বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিল্লির দায়িত্বে ছিলেন সুনীল। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে মোদির কেন্দ্র বারাণসীর দায়িত্বও সামলেছেন তিনি।



Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...
Exit mobile version