Friday, August 29, 2025

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Loksabha election)। কেন্দ্রের মোদি সরকারকে (Modi Government) ক্ষমতাচ্যুত করতে একাধিক রাজনৈতিক সমীকরণ উদ্ভূত হচ্ছে। ২৪-র সাধারণ নির্বাচনে বিরোধীরা কোন সমীকরণে কেন্দ্রের মোদিকে ঠেকাবে তা নিয়েই বাড়ছে জল্পনা। এই আবহেই তৃতীয় ফ্রন্ট তৈরির সম্ভাবনা মিলেছে। সঠিকভাবে নিজের ভোট দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিরোধীদের নিয়ে এক বিশেষ বৈঠকের আয়োজন করেন এনসিপি প্রধান শরদ পাওয়ার (Sharad Pawar)।

বৃহস্পতিবার মুম্বইয়ে নিজের বাসভবনেই একাধিক বিরোধী নেতাদের নিয়ে বৈঠকে বসেন পাওয়ার। সন্ধ্যে ছটা থেকে এই আলোচনা শুরু হয়। বৈঠকে যোগদান করার জন্য যে সব বিরোধীদের আমন্ত্রণ জানানো হয়েছিল সেই তালিকায় রয়েছে তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, ভারত রাষ্ট্র সমিতি সহ একাধিক বিজেপি বিরোধী দলগুলি। কংগ্রেসকে বাদ দিয়েই বিরোধী ঐক্য গড়ে তোলার পরিকল্পনা ক্রমাগত জোরালো হচ্ছে। এই বৈঠকে যদিও উপস্থিত ছিল না তৃণমূল কংগ্রেস। বৈঠক শেষে টুইট করেন পাওয়ার। তিনি লেখেন, ‘ ইভিএমের কার্যকারিতা এবং ইভিএমের মাধ্যমে ভোটদান নিয়ে রাজনৈতিক দলগুলোর উদ্বেগ নিয়ে আলোচনার জন্য আজ আমার বাসভবনে বিরোধী দলের নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।’ ভারতীয় কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, ডি রাজা বৈঠকে তৃণমূলের অনুপস্থিতির বিষয়ে বলেছেন যে, “যদিও তৃণমূল এখানে উপস্থিত নেই তবে আমরা সবাই তৃণমূলের অবস্থান জানি। তৃণমূল এই জাতীয় ইস্যুতে বিরোধীদের সঙ্গেই থাকে এবং আমরা সংসদেও দেখেছি যে তাঁরা কেন্দ্রের বিজেপি-শাসিত সরকারের বিরুদ্ধে সবসময়ই তাদের অবস্থান বজায় রেখেছে এবং সবসময়ই সরকারের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদের আওয়াজ তুলেছে।

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version