Monday, August 25, 2025

আসন্ন বর্ষার মরশুমে ডেঙ্গি প্রতিরোধ ও রোগীদের চিকিৎসা খাতে রাজ্য সরকার ৮১৫ কোটি টাকা বরাদ্দ করেছে। গ্রাম এবং শহরাঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে মশার লার্ভা মারা এবং সচেতনতা প্রচারের জন্য এক লক্ষ ৩২ হাজার কর্মীকে নিয়োগ করা হয়েছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৫ সদস্যের একটি করে দলকে এই কাজে নিযুক্ত করা হচ্ছে। আধা শহর এবং শহরাঞ্চলে আরও বেশি সংখ্যক কর্মীকে এই কাজে নিযুক্ত করা হবে। তাদের সকলকে সরকারি পরিচয় পত্র দেওয়া হবে। সাড়ে আট হাজার চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীকে ডেঙ্গু চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হবে। চলতি মাস থেকেই শহর অঞ্চলে ডেঙ্গি প্রতিরোধে কাজ শুরু হয়েছে। যা চলবে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত। গ্রামাঞ্চলে সারা বছরই ডেঙ্গি মোকাবিলায় কাজ চলবে। আগামী আর্থিক বছরের রাজ্যে ডেঙ্গি মোকাবিলার কৌশল নির্ধারণ করতে বৃহস্পতিবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর (Harikrishna Diwadi) পৌরহিত্যে এক উচ্চপর্যায়ের বৈঠক বসে। ওই বৈঠকে স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা (B P Gopalika), অর্থসচিব মনোজ পন্থ, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ ডেঙ্গি মোকাবিলার সঙ্গে সংশ্লিষ্ট ষোলটি দফতরের সচিব এবং সব জেলার জেলাশাসকেরা উপস্থিত ছিলেন।

সেই বৈঠকে এই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। আরও ৬০ টি সরকারি এবং পুর হাসপাতালে ডেঙ্গি পরীক্ষা কেন্দ্র খোলা হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ১৫০০ কিলোমিটার খাল ও নালা সপ্তাহে দুবার করে পরিষ্কার করা হবে। প্রাক বর্ষার মরশুমে বন্ধ কল কারখানা, সরকারি অফিস, বাস ডিপো, পরিত্যক্ত জমি এবং আবর্জনা ফেলার জায়গাগুলি নিয়মিত নজরদারি চালানো এবং সাফাই করার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দফতর, সমাজ কল্যাণ দফতর, পুলিশ এবং আবাসন দফতরকে সচেতনতা প্রচারের কাজে সামিল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও গ্রামের অঙ্গনওয়াড়ি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য নাগরিক কমিটির সদস্যদেরও সচেতনতা প্রচারের কাজে সামিল করা হবে। রাজ্য সরকার ২৯ মে থেকে ৪ জুন পর্যন্ত ডেঙ্গি সপ্তাহ পালন করবে এবং এর আওতায় রাজ্যজুড়ে বিশেষ সাফাই অভিযান চালানো হবে বলেও এদিনের বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন:বিরোধী ঐক্য সংঘটিত করতে নিজের বাসভবনে বৈঠক সারলেন পাওয়ার !


 

Related articles

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...

এর থেকে বড় খুন আর কোনটা: মৃত পরিযায়ী গোলামের গ্রামে গণমঞ্চ

বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলেছে তার প্রতিবাদ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হয়েছে।...
Exit mobile version