Thursday, August 28, 2025

CBI-এর ক্ষমতা ও কাজের সংজ্ঞা নির্ধারণে নয়া আইনের সুপারিশ সংসদীয় কমিটির

Date:

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের পক্ষপাতদুষ্ট আচরণ নিয়ে দীর্ঘদিন ধরেই সরব দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। একাধিক রাজ্যে বিধানসভায় আইন পাশ করে রাজ্যে সিবিআই তদন্তের জন্য সাধারণ সম্মতি প্রত্যাহার করা হয়েছে। এই পরিস্থিতিতে সিবিআইয়ের ক্ষমতা ও কাজের সংজ্ঞা নির্ধারণে নতুন আইনের সুপারিশ করল সংসদীয় কমিটি। কমিটির দাবি, বর্তমানে সিবিআইকে নিয়ন্ত্রণ করতে যে আইন রয়েছে তাতে বেশকিছু ‘সীমাবদ্ধতা’ রয়েছে। এগুলির সংশোধন প্রয়োজন।

১৯৬৩ সালে দেশে প্রতিষ্ঠিত হয় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই। স্বাধীন তদন্তকারী এই সংস্থা পরিচালিত হয় দিল্লি স্পেশাল পুলিশ এস্টাব্লিশমেন্ট (DSPE) আইন দ্বারা। তবে এই সংস্থার বর্তমান কার্যকলাপ তার নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। ৯ টি রাজ্য বিধানসভায় আইন এনেছে রাজ্যসরকারের অনুমতি ছাড়া সেখানে তদন্ত করতে পারবে না সিবিআই। আর এই পরিস্থিতিতে সংসদীয় কমিটির দাবি, “কমিটি মনে করে DSPE-তে কিছু সীমাবদ্ধতা রয়েছে যার ফলে সাম্প্রতিক আইনে কিছু পরিবর্তন দরকার। যাতে সিবিআইয়ের কাজ ও ক্ষমতার সংজ্ঞা নির্ধারণ করা যায়।”

এর পাশাপাশি সংসদীয় কমিটি সিবিআইতে শূন্যপদ নিয়েও সওয়াল করেছে। কমিটির দাবি, যে বিপুল পরিমান শূন্যপদ সিবিআইতে রয়েছে তা দ্রুত গতিতে পূরণ হওয়া প্রয়োজন। প্রসঙ্গত, সিবিআইতে মোট পদের সংখ্যা ৭,২৯৫ টি। কিন্তু এখানে খালি রয়েছে ১৭০৯ টি পদ।

Related articles

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয়: বিরোধীদের কটাক্ষ মমতার

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয় বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের...
Exit mobile version