Friday, December 5, 2025

ডে*ঙ্গি মোকাবেলায় ৮১৫ কোটি টাকা বরাদ্দ রাজ্যের

Date:

Share post:

আসন্ন বর্ষার মরশুমে ডেঙ্গি প্রতিরোধ ও রোগীদের চিকিৎসা খাতে রাজ্য সরকার ৮১৫ কোটি টাকা বরাদ্দ করেছে। গ্রাম এবং শহরাঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে মশার লার্ভা মারা এবং সচেতনতা প্রচারের জন্য এক লক্ষ ৩২ হাজার কর্মীকে নিয়োগ করা হয়েছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৫ সদস্যের একটি করে দলকে এই কাজে নিযুক্ত করা হচ্ছে। আধা শহর এবং শহরাঞ্চলে আরও বেশি সংখ্যক কর্মীকে এই কাজে নিযুক্ত করা হবে। তাদের সকলকে সরকারি পরিচয় পত্র দেওয়া হবে। সাড়ে আট হাজার চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীকে ডেঙ্গু চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হবে। চলতি মাস থেকেই শহর অঞ্চলে ডেঙ্গি প্রতিরোধে কাজ শুরু হয়েছে। যা চলবে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত। গ্রামাঞ্চলে সারা বছরই ডেঙ্গি মোকাবিলায় কাজ চলবে। আগামী আর্থিক বছরের রাজ্যে ডেঙ্গি মোকাবিলার কৌশল নির্ধারণ করতে বৃহস্পতিবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর (Harikrishna Diwadi) পৌরহিত্যে এক উচ্চপর্যায়ের বৈঠক বসে। ওই বৈঠকে স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা (B P Gopalika), অর্থসচিব মনোজ পন্থ, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ ডেঙ্গি মোকাবিলার সঙ্গে সংশ্লিষ্ট ষোলটি দফতরের সচিব এবং সব জেলার জেলাশাসকেরা উপস্থিত ছিলেন।

সেই বৈঠকে এই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। আরও ৬০ টি সরকারি এবং পুর হাসপাতালে ডেঙ্গি পরীক্ষা কেন্দ্র খোলা হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ১৫০০ কিলোমিটার খাল ও নালা সপ্তাহে দুবার করে পরিষ্কার করা হবে। প্রাক বর্ষার মরশুমে বন্ধ কল কারখানা, সরকারি অফিস, বাস ডিপো, পরিত্যক্ত জমি এবং আবর্জনা ফেলার জায়গাগুলি নিয়মিত নজরদারি চালানো এবং সাফাই করার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দফতর, সমাজ কল্যাণ দফতর, পুলিশ এবং আবাসন দফতরকে সচেতনতা প্রচারের কাজে সামিল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও গ্রামের অঙ্গনওয়াড়ি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য নাগরিক কমিটির সদস্যদেরও সচেতনতা প্রচারের কাজে সামিল করা হবে। রাজ্য সরকার ২৯ মে থেকে ৪ জুন পর্যন্ত ডেঙ্গি সপ্তাহ পালন করবে এবং এর আওতায় রাজ্যজুড়ে বিশেষ সাফাই অভিযান চালানো হবে বলেও এদিনের বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন:বিরোধী ঐক্য সংঘটিত করতে নিজের বাসভবনে বৈঠক সারলেন পাওয়ার !


 

spot_img

Related articles

SIR-র সময় বাড়াতে চায় কমিশন: উল্টো সুর রাজ্যের CEO-র!

রাজ্যে একের পর এক বিএলও মৃত্যু ও অসুস্থতার পরে বাংলার বিএলও-রা লাগাতার আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছেন। তাঁদের...

Road to London: ভারত থেকে সড়ক পথে ১৬০০০ কিলোমিটার পাড়ি

এককালে নাকি কলকাতা থেকে লন্ডন বাস চলত। তবে সেসব সোনালি অতীত পেরিয়ে জাহাজের পরে, এখন বিমানের যুগ। কিন্তু...

বাগদানের আংটি উধাও, বিয়ে বিতর্কের পর প্রথমবার সমাজ মাধ্যমে এলেন স্মৃতি

বিয়ে নিয়ে জটিলতার মধ্যেই প্রথমবার সমাজ মাধ্যমে এলেন স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)। গত কয়েক সপ্তাহ ধরেই চর্চায় স্মৃতি-পলাশের সম্পর্ক। ...

সুপ্রিম নির্দেশের দুদিন পরেও চুপ কেন্দ্র! ফের মামলা করার পর শুক্রে দেশে ফিরলেন সোনালি

কেন্দ্রের ঔদ্ধত্যের চরম নিদর্শনের সাক্ষী বীরভূমের সোনালি খাতুন। সুপ্রিম কোর্টের এক দিন নয়, দুদিন ধরে নির্দেশ দিয়েছে বাংলাদেশে...