Wednesday, May 14, 2025

কিংবদন্তি কোচ পিকে’র নামে মোহনবাগানে উদ্বোধন হল জিমন্যাসিয়ামের

Date:

Share post:

শুক্রবারের বিকেলে মোহনবাগান তাঁবুতে ফের যেন পিকে-অমল যুগলবন্দি। উপলক্ষ, কিংবদন্তি কোচ পিকে’র নামে মোহনবাগান ক্লাবের জিমন্যাসিয়ামের উদ্বোধন। এদিনই আর এক প্রবাদপ্রতিম কোচ অমল দত্তের নামে মোহনবাগান ক্লাবের প্রেস বক্সের নামকরণ করা হল। ভিআইপি বক্স ক্লাবের প্রাক্তন সচিব ধীরেন দে’র নামে। পিকে’র নামাঙ্কিত জিমন্যাসিয়ামের উদ্বোধন করেন দামোদর ভ্যালি কর্পোরেশনের (ডিভিসি) চেয়ারম্যান আর এন সিং।

দুই পরিবারের সদস্য উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। পিকে-র বড় মেয়ে পলা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন অমল-কন্যা নূপুর দত্ত। পিকে-স্মরণের মঞ্চে আবেগতাড়িত প্রাক্তন ফুটবলাররা। অনেক অজানা গল্প শোনালেন প্রদীপ চৌধুরী, শিশির ঘোষ, সত্যজিৎ চট্টোপাধ্যায়, মানস ভট্টাচার্য, বিদেশ বোসরা। পিকে-অমলের কোচিংয়ে না খেললেও দুই কিংবদন্তির পদাঙ্ক অনুসরণ করার কথা জানালেন সবুজ তোতা হোসে র‍্যামিরেজ ব্যারেটো। পিকে’র নামাঙ্কিত জিম দেখে উচ্ছ্বসিত তিনি। ছিলেন সবুজ-মেরুনের আর এক ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্য। ক্লাবের তরফে প্রত্যেককে সম্মানিত করা হয়।

মানস বলছিলেন, ‘‘১৯৭৭ সালে কলকাতা লিগে ইস্টবেঙ্গলের কাছে হারের পর প্রদীপদা সংবাদমাধ্যমে বলেছিলেন, চচ্চড়ির মশলা দিয়ে বিরিয়ানি হয় না। ওই বছরেই আমরা শিল্ড, ডুরান্ড ও রোভার্স জিতি। পরে প্রদীপদা আমাদের বলেছিলেন, ওই কথা বলেছিলাম বলেই তোমরা ত্রিমুকুট জিততে পারলে। এটাই প্রদীপদার ভোকাল টনিকের মাহাত্ম্য।’’

পিকে’র স্মৃতিচারণায় শিশির বলেন, ‘‘আমি আগের ম্যাচে গোল করেছি। তবু আমাকে পরের ম্যাচে বসিয়ে দেন প্রদীপদা। আমার গোলের খিদে বাড়াতেই এমনটা করেছিলেন। এটাই প্রদীপদা। সব বিষয়েই অগাধ জ্ঞান ছিল। একবার মনসুর আলি খান পতৌদিকেও বুঝিয়ে দিয়েছিলেন, কেন ভারতবর্ষ ফুটবলে এগিয়ে, ক্রিকেটে নয়।’’

সত্যজিৎ বলছিলেন, ‘‘প্রদীপদা ও অমলদা দু’জনেই কিংবদন্তি। প্রদীপদা যত বড় কোচ ছিলেন, ঠিক তত বড়ই ফুটবলার ছিলেন। কিন্তু অমলদা উপেক্ষিত। আমি চাইব, পরজন্মে অমলদা কোচ হয়েই ফিরে আসুন।’’

প্রাক্তনদের পাশাপাশি অনুষ্ঠানে ছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত, ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়-সহ ক্লাবের কার্যকরী কমিটির সদস্যরা। সদ্য প্রথম বাঙালি কোচ হিসেবে এএফসি প্রো-লাইসেন্স ডিগ্রি পাওয়া শঙ্করলাল চক্রবর্তীকে সংবর্ধনা দেওয়া হয় ক্লাবের তরফে।

আরও পড়ুন:আইপিএল-এর আগে নতুন লুকে বিরাট, মন কেড়েছে নেটিজেনদের

 

 

spot_img

Related articles

তুর্কি বয়কটের ডাক RSS-এর, চিন-তুরস্কে দ্বিচারিতা ভারতের

ভারতীয় সেনার তরফে প্রেস বিবৃতিতে বড় করে তুলে ধরা হচ্ছে পাকিস্তানের শক্তির পিছনে চিন ও তুরস্কের ভূমিকা। একের...

সৃঞ্জয়ের বাড়িতে থাকা ল্যাপটপ নিতে মিথ্যে বলছেন বান্ধবী! কী বলছেন পারিবারিক বন্ধু ঝুমা

নেট মাধ্যমে বিস্ফোরক অভিযোগ। দিলীপ ঘোষের(Dilip Ghosh) স্ত্রী রিঙ্কু মজুমদারের(Rinku Majumder) প্রথম পক্ষের সন্তান সৃঞ্জয় দাশগুপ্ত(Srinjoy Dashgupta) ওরফে...

গাভাসকরের প্রস্তাব মেনে বাকি ম্যাচে হতে পারে চিয়ারলিডার ও ডিজে ছাড়া

সুনীল গাভাসকরের(Sunil Gavaskar) পরামর্শকে মান্যতা দিয়ে আইপিএলে(IPL) বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই(BCCI)। সূত্রের খবর অনুযায়ী আইপিএলের বাকি ম্যাচ...

জানি কার উসকানি ছিল কৃষক অপহরণে: ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম সাউ ফিরে এসেছেন। কোচবিহারে বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মনকে ফিরিয়ে...