Sunday, November 9, 2025

কার ভাগ্যে কী যে আছে লেখা , কেউ কি তা বলতে পারে ! এক পলকে জীবনের চাকা যে এভাবে ঘুরে যাবে সেটা বোধহয় সোশ্যাল মিডিয়ার (Social media) এই ঘটনা সামনে না এলে বিশ্বাসই হত না। যদিও রাতারাতি গরিব থেকে ধনী হওয়ার গল্প এই সমাজে নতুন কিছু নয়। আমাদের আশেপাশে হামেশাই এমন ঘটনা ঘটে চলে। কেউ পরিশ্রম করে, আবার কেউ লটারি জিতে রাতারাতি কোটিপতি হয়ে যান। এক মুহুর্তে বদলে যায় জীবন‌। তবে এই গল্প আর পাঁচটা ঘটনার থেকে একটু হলেও আলাদা। যা শুনলে আপনিও অবাক হতে বাধ্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। পুরনো পাসবুকের (Old Passbook) কারণে একজন মানুষের জীবন একেবারে ৩৬০ ডিগ্ৰি ঘুরে গেছে। হ্যাঁ, শুনে অবাক হচ্ছেন তো! এমনই একটি ঘটনা ঘটেছে দক্ষিণ আমেরিকায় (South America)।

দক্ষিণ আমেরিকার চিলিতে বসবাসকারী অ্যাক্সেল হিনোজোসা (Axel Hinojosa) নামে এক ব্যক্তি তাঁর বাবার ৬০ বছরের পুরোনো পাসবুকের জন্য রাতারাতি কোটিপতি হয়েছেন। জানা গিয়েছে, তাঁর বাবা ১৯৬০-৭০ এর দশকে একটি বাড়ি কেনার জন্য টাকা জমিয়েছিলেন ব্যাঙ্কে। ভারতীয় মুদ্রায় প্রায় ১২ হাজার ৬৮৪ টাকা তিনি ব্যাঙ্কে জমা রাখেন। তবে অ্যাক্সেলের বাবার মৃত্যুর পর ব্যাঙ্কের পাসবুকটি বাড়িতেই পড়েছিল। বাবা নেই, সেকারণে পাসবুকটি নিয়েও মাথাব্যথা ছিল না কারও। তবে সম্প্রতি কিছু কাজের জন্য পুরনো জিনিস ঘাটতেই একটি বাক্সের মধ্যে থেকে ষাট বছর পুরনো এই পাসবুক খুঁজে পান অ্যাক্সেল। আর সেই পাসবুকের একটি শব্দ বদলে দিল তাঁর জীবন। সেখানে লেখা ছিল “স্টেট গ্যারান্টি”। আর সেই শব্দটি অ্যাক্সেলকে ভাবিয়ে তোলে। এরপর এক মুহুর্ত সময় নষ্ট না করে আদালতের দ্বারস্থ হন তিনি।

তবে আদালতের কথায় রীতিমতো তাজ্জব হয়ে যান অ্যাক্সেল। আদালত জানায়, তাঁর বাবার জমানো টাকা বর্তমানে সুদে-আসলে ভারতীয় মুদ্রায় প্রায় ৯.৩৩ কোটি টাকায় পরিণত হয়েছে। সেদেশের শীর্ষ আদালতও জানায় ব্যাঙ্কে জমানো টাকা অ্যাক্সেল হিনোজোসা ও তাঁর পরিবারের। খুব শীঘ্রই ওই টাকা পাবেন তাঁরা। তবে পুরনো পাসবুক থেকে এমন ভাগ্য বদলের গল্প রীতিমতো সোশ্যাল মিডিয়ায় হট কেক।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version