Monday, November 10, 2025

কার ভাগ্যে কী যে আছে লেখা , কেউ কি তা বলতে পারে ! এক পলকে জীবনের চাকা যে এভাবে ঘুরে যাবে সেটা বোধহয় সোশ্যাল মিডিয়ার (Social media) এই ঘটনা সামনে না এলে বিশ্বাসই হত না। যদিও রাতারাতি গরিব থেকে ধনী হওয়ার গল্প এই সমাজে নতুন কিছু নয়। আমাদের আশেপাশে হামেশাই এমন ঘটনা ঘটে চলে। কেউ পরিশ্রম করে, আবার কেউ লটারি জিতে রাতারাতি কোটিপতি হয়ে যান। এক মুহুর্তে বদলে যায় জীবন‌। তবে এই গল্প আর পাঁচটা ঘটনার থেকে একটু হলেও আলাদা। যা শুনলে আপনিও অবাক হতে বাধ্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। পুরনো পাসবুকের (Old Passbook) কারণে একজন মানুষের জীবন একেবারে ৩৬০ ডিগ্ৰি ঘুরে গেছে। হ্যাঁ, শুনে অবাক হচ্ছেন তো! এমনই একটি ঘটনা ঘটেছে দক্ষিণ আমেরিকায় (South America)।

দক্ষিণ আমেরিকার চিলিতে বসবাসকারী অ্যাক্সেল হিনোজোসা (Axel Hinojosa) নামে এক ব্যক্তি তাঁর বাবার ৬০ বছরের পুরোনো পাসবুকের জন্য রাতারাতি কোটিপতি হয়েছেন। জানা গিয়েছে, তাঁর বাবা ১৯৬০-৭০ এর দশকে একটি বাড়ি কেনার জন্য টাকা জমিয়েছিলেন ব্যাঙ্কে। ভারতীয় মুদ্রায় প্রায় ১২ হাজার ৬৮৪ টাকা তিনি ব্যাঙ্কে জমা রাখেন। তবে অ্যাক্সেলের বাবার মৃত্যুর পর ব্যাঙ্কের পাসবুকটি বাড়িতেই পড়েছিল। বাবা নেই, সেকারণে পাসবুকটি নিয়েও মাথাব্যথা ছিল না কারও। তবে সম্প্রতি কিছু কাজের জন্য পুরনো জিনিস ঘাটতেই একটি বাক্সের মধ্যে থেকে ষাট বছর পুরনো এই পাসবুক খুঁজে পান অ্যাক্সেল। আর সেই পাসবুকের একটি শব্দ বদলে দিল তাঁর জীবন। সেখানে লেখা ছিল “স্টেট গ্যারান্টি”। আর সেই শব্দটি অ্যাক্সেলকে ভাবিয়ে তোলে। এরপর এক মুহুর্ত সময় নষ্ট না করে আদালতের দ্বারস্থ হন তিনি।

তবে আদালতের কথায় রীতিমতো তাজ্জব হয়ে যান অ্যাক্সেল। আদালত জানায়, তাঁর বাবার জমানো টাকা বর্তমানে সুদে-আসলে ভারতীয় মুদ্রায় প্রায় ৯.৩৩ কোটি টাকায় পরিণত হয়েছে। সেদেশের শীর্ষ আদালতও জানায় ব্যাঙ্কে জমানো টাকা অ্যাক্সেল হিনোজোসা ও তাঁর পরিবারের। খুব শীঘ্রই ওই টাকা পাবেন তাঁরা। তবে পুরনো পাসবুক থেকে এমন ভাগ্য বদলের গল্প রীতিমতো সোশ্যাল মিডিয়ায় হট কেক।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version