Wednesday, November 12, 2025

বলিউডের ‘দাবাং’ খানের (Salman Khan) কলকাতা সফর (Kolkata Tour) এখনই বাতিল হচ্ছে না। আপাতত স্থগিত ঘোষণা করা হলেও খুব তাড়াতাড়ি মহানগরীতে (Kolkata) পা রাখতে চলেছেন ‘ কিসি কি ভাই কিসি কি জান’ সলমান খান। গত নভেম্বরে সলমানের ভাই সোহেল খান (Sohel Khan) ও তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী শেরা কলকাতায় আসেন। শহরের এক পাঁচতারা হোটেলে সলমানের নিরাপত্তার যাবতীয় খুঁটিনাটি পরীক্ষা করে গেছেন তাঁরা। ভাইজানের জনপ্রিয় দাবাং ট্যুরেরই (Dabangg Tour) অংশ ছিল কলকাতার শো। কিন্তু গত জানুয়ারি মাসে ভেন্যুর অনুমতি (Venue Permission) না পাওয়ার কারণে তা পিছিয়ে যায়। এরপর এপ্রিলে দিন ধার্য করা হয়। এইসবের মাঝেই আচমকা খবর আসে যে হু*মকি পাচ্ছেন সলমান। তাই তারকার নিরাপত্তার কথা ভেবে এপ্রিলের শো নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। ফ্যানেরা কিছুটা নিরাশ হয়ে পড়ছিলেন যখন ঠিক তখনই শোয়ের উদ্যোক্তাদের অন্যতম রাজদীপ চক্রবর্তী (Rajdeep Chakraborty) সংবাদমাধ্যমে জানান, সলমানের শো বাতিল হয়নি। তবে তারিখের পরিবর্তন হতে চলেছে। এপ্রিলের শো হতে চলেছে আগামী মে-জুন মাসে।

বলিউডের মেগাস্টার জানুয়ারি মাসেই কলকাতায় আসবেন জানা মাত্রই তাঁর শো-য়ের টিকিটের চাহিদা তুঙ্গে ওঠে। কিন্তু আচমকাই তাঁর শোয়ের ভেন্যু নিয়ে শুরু হয় ঝামেলা। শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেই শো। এরপরেই নতুন জায়গায় সলমানের শোয়ের আয়োজন করেন উদ্যোক্তারা। সব যখন ঠিক হয়ে যাচ্ছিল তখনই বারংবার ভাইজানকে খু*নের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে লরেন্স বিষ্ণোইয়ের বিরুদ্ধে। যেহেতু সলমানের এখন Y+ ক্যাটেগরির নিরাপত্তা রয়েছে, তাই পূর্ব অভিজ্ঞতার কথা মাথায় রেখে সলমানের জন্য কলকাতা পুলিসের স্পেশ্যাল টিমও তৈরি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সলমানের পাশাপাশি এই শোয়ে দেখা যাবে সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, আয়ুশ শর্মা ও গুরু রান্ধওয়া সহ আরও অনেকে। তবে নতুন শিডিউলে জ্যাকলিনের ডেট না মেলায় ফের খানিকটা জটিলতা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। খুব তাড়াতাড়ি এই বিষয়ে জট কাটিয়ে শো-য়ের ফাইনাল তারিখ ঘোষণা করা হবে বলে আয়োজকদের তরফে জানানো হচ্ছে।

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version