Wednesday, January 14, 2026

সময় মাত্র ১৫ দিন, কো*ভিডকালে মুক্তিপ্রাপ্তদের আত্ম*সমর্পণের সুপ্রিম নির্দেশ !

Date:

Share post:

কো*ভিড ১৯ – এর (COVID-19)দাপাদাপিতে চেনা জীবনযাত্রা বদলে গেছিল। কিন্তু নিউ নরম্যালে আবার পুরনো পদ্ধতি ফিরেছে। পুরোপুরি স্বস্তি না মিললেও বেশ খানিকটা স্বাভাবিক হয়েছে জীবনধারা। অতিমারী কোভিডের (COVID-19) সময় সংক্রমণ রুখতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছিল কেন্দ্র সরকারের (Government of India)তরফ থেকে। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ছোট, ঘিঞ্জি কারাগারে বন্দিদের বাড়ি ফেরানোর নির্দেশ। তবে এবার তাঁদের কারাগারে ফেরাতে চায় দেশের শীর্ষ আদালত (Supreme Court)। এই মর্মে শুক্রবার এক নির্দেশনামা জারি করে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট।

বছর তিনেক আগে ২০২০ সালে আচমকা কোভিড থাবা বসানোয় জেল থেকে জামিনে (Bail) মুক্তি দিতে হয় একাধিক সাজাপ্রাপ্ত এবং বিচারাধীন বন্দিকে। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে তাঁদের বাড়ি ফেরানো হয়েছিল। সংক্রমণ এড়িয়ে বন্দিদের সুরক্ষার জন্য একাধিক উচ্চপদস্থ কমিটির সুপারিশ, পরামর্শ নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এবার কোভিড পরবর্তী সময়ে আবার তাঁদের কারাগারে ফেরানোর তৎপরতা শুরু হয়েছে। বিচারপতি এমআর শাহ এবং সিটি রবিকুমারের একটি বেঞ্চের নির্দেশ দেয়, যে বিচারাধীন বন্দিদের কোভিড আবহে জরুরি ভিত্তিতে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল তাঁদের আগামী ১৫ দিনের মধ্যে আত্মসমর্পন করতে হবে। তবে কোভিড আবহে যে দোষী সাব্যস্ত এবং বিচারাধীন বন্দিদের মুক্তি দেওয়া হয়েছিল, তাঁদের বেশির ভাগই গুরুতর কোনও অপরাধে জেলবন্দি ছিলেন না। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে বিভিন্ন রাজ্যের জেল থেকে এই বন্দিদের মুক্তি দেওয়া হয়েছিল।

অন্যদিকে আবার চোখ রাঙাচ্ছে কো*ভিড। বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য ও পরিবার মন্ত্রক সব রাজ্য ও কেন্দ্র শাসিত এলাকায় ফের সতর্কতা জারি করেছে। পাঁচটি পদক্ষেপের কথা জানানো হয়েছে। TTT পদ্ধতির মাধ্যমে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। ‘test, track, treat’- এর মাধ্যমে কোভিডবিধি মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর। সরকারের তরফে জানানো হয়েছে, কোভিড মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে শীঘ্রই মহড়া হবে । দেশে কোভিড এবং ইনফ্লুয়েঞ্জার পরিস্থিতি খতিয়ে দেখতে আগেই উচ্চ পর্যায়ের মিটিং করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩০০ জন কোভিড পজিটিভ হয়েছেন। গত ১৪০ দিনের নিরিখে যা কিনা সর্বোচ্চ। দেশে এখন অ্যাক্টিভ কে্সের সংখ্যা ৭৬০৫। কর্নাটক, গুজরাত ও মহারাষ্ট্রতে এক জন করে মৃত্যুর খবরও মিলেছে। ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রকের তরফে কঠোরভাবে রেসপিরেটরি হাইজিন ও কোভিড বিধি মেনে চলার পাশপাশি মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলা, ২ গজের দূরত্ব বজায়ও রাখার কথাও জানান হয়েছে।

 

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...