Tuesday, August 26, 2025

খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না। একের পর এক বাণে বিদ্ধ হচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ‘মোদি’ পদবি নিয়ে মন্তব্যের জেরে শুক্রবারই সাংসদ (MP) পদ হারিয়েছেন রাহুল। আর তার চব্বিশ ঘণ্টা কাট্রে না কাটতেই ফের মহা ফ্যাসাদে পড়লেন সোনিয়া তনয়। জানা গিয়েছে, এবার পুরনো একটি মামলায় বড়সড় বিপাকে পড়েছেন রাহুল। জানা গিয়েছে, ২০২১ সালে দিল্লিতে এক নাবালিকাকে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। এরপরই ওই নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে যান রাহুল। পরে টুইট করে বাবা-মায়ের সঙ্গে নিজের ছবি দিয়ে বিপাকে পড়েন সোনিয়া তনয়। তাঁর বিরুদ্ধে দায়ের হয় এফআইআরও (FIR)। এক সমাজকর্মী রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। শনিবার ওই মামলার শুনানিতে নোটিশ দিয়ে শিশু সুরক্ষা কমিশনের মতামত জানতে চাইল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আগামী চার সপ্তাহের মধ্যে এই বিষয়ে উত্তর দিতে বলা হয়েছে জাতীয় শিশু সুরক্ষা কমিশনকে (National Commission for Protection of Child Rights)। মামলার পরবর্তী শুনানি ২৭ জুলাই।

ঘটনাটি ঘটে ২০২১ সালের ১ অগাস্ট। দিল্লির এক শ্মশানের প্রধান পুরোহিত ও তাঁর চার সহকারীর হাতে ধর্ষিত হয় ৯ বছরের নাবালিকা। তাঁকে হত্যা করে দেহ পুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি ভয় দেখিয়ে, টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হয় নির্যাতিতার পরিবারের। পরে রাহুল গান্ধী তাঁদের সঙ্গে দেখা করেন। সেদিনই নাবালিকার বাবা-মায়ের সঙ্গে একটি ছবি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন, যেখানে নির্যাতিতার মা-বাবার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল। সেই ছবি ঘিরেই শুরু হয় বিতর্ক কারণ ভারতের ‘পকসো’ (Pocso) আইনের অধীনে ধর্ষিতা নাবালিকা বা তাঁর পরিবারের নাম পরিচয় প্রকাশ করা যায় না। আর বিষয়টি নজরে আসতেই টুইটার থেকে ছবি সরানোর নির্দেশ দেয় জাতীয় শিশু সুরক্ষা কমিশন।

এরপর বিনীত জিন্দল নামের এক আইনজীবী রাহুলের বিরুদ্ধে এফআইআর করেন এবং শীর্ষ আদালতে কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা করেন মকরন্দ সুরেশ মাধলেকার নামের এক সমাজকর্মী। আর শনিবার মামলার শুনানি শেষে নোটিশ জারি করে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের মতামত তলব করল সুপ্রিম কোর্ট।

 

 

 

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version