Sunday, November 16, 2025

খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না। একের পর এক বাণে বিদ্ধ হচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ‘মোদি’ পদবি নিয়ে মন্তব্যের জেরে শুক্রবারই সাংসদ (MP) পদ হারিয়েছেন রাহুল। আর তার চব্বিশ ঘণ্টা কাট্রে না কাটতেই ফের মহা ফ্যাসাদে পড়লেন সোনিয়া তনয়। জানা গিয়েছে, এবার পুরনো একটি মামলায় বড়সড় বিপাকে পড়েছেন রাহুল। জানা গিয়েছে, ২০২১ সালে দিল্লিতে এক নাবালিকাকে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। এরপরই ওই নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে যান রাহুল। পরে টুইট করে বাবা-মায়ের সঙ্গে নিজের ছবি দিয়ে বিপাকে পড়েন সোনিয়া তনয়। তাঁর বিরুদ্ধে দায়ের হয় এফআইআরও (FIR)। এক সমাজকর্মী রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। শনিবার ওই মামলার শুনানিতে নোটিশ দিয়ে শিশু সুরক্ষা কমিশনের মতামত জানতে চাইল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আগামী চার সপ্তাহের মধ্যে এই বিষয়ে উত্তর দিতে বলা হয়েছে জাতীয় শিশু সুরক্ষা কমিশনকে (National Commission for Protection of Child Rights)। মামলার পরবর্তী শুনানি ২৭ জুলাই।

ঘটনাটি ঘটে ২০২১ সালের ১ অগাস্ট। দিল্লির এক শ্মশানের প্রধান পুরোহিত ও তাঁর চার সহকারীর হাতে ধর্ষিত হয় ৯ বছরের নাবালিকা। তাঁকে হত্যা করে দেহ পুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি ভয় দেখিয়ে, টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হয় নির্যাতিতার পরিবারের। পরে রাহুল গান্ধী তাঁদের সঙ্গে দেখা করেন। সেদিনই নাবালিকার বাবা-মায়ের সঙ্গে একটি ছবি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন, যেখানে নির্যাতিতার মা-বাবার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল। সেই ছবি ঘিরেই শুরু হয় বিতর্ক কারণ ভারতের ‘পকসো’ (Pocso) আইনের অধীনে ধর্ষিতা নাবালিকা বা তাঁর পরিবারের নাম পরিচয় প্রকাশ করা যায় না। আর বিষয়টি নজরে আসতেই টুইটার থেকে ছবি সরানোর নির্দেশ দেয় জাতীয় শিশু সুরক্ষা কমিশন।

এরপর বিনীত জিন্দল নামের এক আইনজীবী রাহুলের বিরুদ্ধে এফআইআর করেন এবং শীর্ষ আদালতে কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা করেন মকরন্দ সুরেশ মাধলেকার নামের এক সমাজকর্মী। আর শনিবার মামলার শুনানি শেষে নোটিশ জারি করে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের মতামত তলব করল সুপ্রিম কোর্ট।

 


 

 

Related articles

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...
Exit mobile version