Thursday, November 6, 2025

রাজ্যসভায় সেরা সাংসদের পুরস্কার পেলেন ডেরেক, লোকসভায় আসাদুদ্দিন

Date:

লোকসভা ও রাজ্যসভার সেরা সাংসদদের নাম ঘোষণা হল। রাজ্যসভার সেরা সাংসদ হিসেবে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের(Ramnath Kovind) হাত থেকে পুরস্কার নিলেন তৃণমূল(TMC) সাংসদ ডেরেক ও’ব্রায়েন(Derek O’Braine)। পাশাপাশি লোকসভায় সেরা সাংসদের সম্মান পেয়েছেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়েসি। পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছেন বাংলার আরও এক সাংসদ তিনি লকেট চট্টোপাধ্যায়(Locket Chaterjee)। হুগলির এই বিজেপি(BJP) সাংসদ সেরা মহিলা সাংসদ হিসেবে পুরস্কার জিতে নিয়েছেন।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সাংসদ হিসাবে উল্লেখযোগ্য কাজের জন্য আটটি বিভাগে মোট আটজনের হাতে এই পুরস্কার তুলে দেন। সেই তালিকায় রাজ্যসভা থেকে সেরা সাংসদ হয়েছে ডেরেক ও’ব্রায়েন। এই পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ডেরেক টুইটারে লেখেন, “বছরের সেরা সাংসদ নির্বাচিত হয়ে সম্মানিত বোধ করছি। এই সম্মান আমার কাছে খুব স্পেশাল। অনুপ্রেরণা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যাকে ধন্যবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকর্মীদের ধন্যবাদ।” পাশাপাশি সেরা মহিলা সাংসদের সম্মান পেয়ে খুশি লকেট এদিনের অনুষ্ঠানের একটি ভিডিও টুইট করে লেখেন, “এই পুরস্কার আমি জনগণকে সমর্পণ করলাম। আগামী দিনেও আমি জনগণের অধিকারের দাবিতে আওয়াজ তুলব।”

এই সাংসদদের পাশাপাশি মঙ্গলবার রাজ্যসভায় লাইফটাইম অ্যাচিভমেন্ট পার্লামেন্টারি অ্যাওয়ার্ড পেয়েছেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে। অন্য দিকে লোকসভার জন্য এই পুরস্কার পেয়েছেন বিজেডি সাংসদ ভর্তৃহরি মাহতাব। এনাদের পাশাপাশি নবাগত সাংসদ হিসেবে এই পুরস্কার পেয়েছেন বিজেপি নেতা তেজস্বী সূর্য ও আরজেডি সাংসদ মনোজ ঝা।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version