Sunday, November 9, 2025

রাজ্যসভায় সেরা সাংসদের পুরস্কার পেলেন ডেরেক, লোকসভায় আসাদুদ্দিন

Date:

লোকসভা ও রাজ্যসভার সেরা সাংসদদের নাম ঘোষণা হল। রাজ্যসভার সেরা সাংসদ হিসেবে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের(Ramnath Kovind) হাত থেকে পুরস্কার নিলেন তৃণমূল(TMC) সাংসদ ডেরেক ও’ব্রায়েন(Derek O’Braine)। পাশাপাশি লোকসভায় সেরা সাংসদের সম্মান পেয়েছেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়েসি। পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছেন বাংলার আরও এক সাংসদ তিনি লকেট চট্টোপাধ্যায়(Locket Chaterjee)। হুগলির এই বিজেপি(BJP) সাংসদ সেরা মহিলা সাংসদ হিসেবে পুরস্কার জিতে নিয়েছেন।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সাংসদ হিসাবে উল্লেখযোগ্য কাজের জন্য আটটি বিভাগে মোট আটজনের হাতে এই পুরস্কার তুলে দেন। সেই তালিকায় রাজ্যসভা থেকে সেরা সাংসদ হয়েছে ডেরেক ও’ব্রায়েন। এই পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ডেরেক টুইটারে লেখেন, “বছরের সেরা সাংসদ নির্বাচিত হয়ে সম্মানিত বোধ করছি। এই সম্মান আমার কাছে খুব স্পেশাল। অনুপ্রেরণা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যাকে ধন্যবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকর্মীদের ধন্যবাদ।” পাশাপাশি সেরা মহিলা সাংসদের সম্মান পেয়ে খুশি লকেট এদিনের অনুষ্ঠানের একটি ভিডিও টুইট করে লেখেন, “এই পুরস্কার আমি জনগণকে সমর্পণ করলাম। আগামী দিনেও আমি জনগণের অধিকারের দাবিতে আওয়াজ তুলব।”

এই সাংসদদের পাশাপাশি মঙ্গলবার রাজ্যসভায় লাইফটাইম অ্যাচিভমেন্ট পার্লামেন্টারি অ্যাওয়ার্ড পেয়েছেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে। অন্য দিকে লোকসভার জন্য এই পুরস্কার পেয়েছেন বিজেডি সাংসদ ভর্তৃহরি মাহতাব। এনাদের পাশাপাশি নবাগত সাংসদ হিসেবে এই পুরস্কার পেয়েছেন বিজেপি নেতা তেজস্বী সূর্য ও আরজেডি সাংসদ মনোজ ঝা।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version