Wednesday, November 5, 2025

অনুব্রতকে পাঠানো হোক আসানসোল জেলে! আদালতের দ্বারস্থ হয়ে আবেদন আইনজীবীর

Date:

গরু পাচারকাণ্ডে (Cow Smuggling) বর্তমানে দিল্লির তিহার জেলে (Tihar Jail) রয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। কিন্তু সেখানে থাকতে তাঁর অত্যন্ত কষ্ট হচ্ছে। আর তাই তাঁকে যাতে আসানসোল সংশোধনাগারে (Asansol Correctional Home) পাঠানো হয় শনিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে (Rouse Avenue Court) এমনই আবেদন করলেন অনুব্রতর আইনজীবী। আগামী ৩ এপ্রিল এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

শনিবারই অনুব্রত মণ্ডলের আইনজীবী আদালতের কাছে একটি সাত পাতার আবেদন জমা করেছেন। আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে কলকাতায় মূল মামলা দায়ের হয়েছে। তিনি জানান, তাঁর মক্কেলকে প্রথমে গ্রেফতার করেছিল সিবিআই (CBI)। পরে ইডি (Enforcement Directorate) অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি নিয়ে আসে। কিন্তু ইতিমধ্যে সেই জিজ্ঞাসাবাদ পর্বও শেষ হয়েছে। আর সেকারণেই আবার আসানসোল সংশোধনাগারেই ফেরানো হোক অনুব্রতকে। আবেদনে আরও বলা হয়, পরে প্রয়োজনে আসানসোল সংশোধনাগারে গিয়েই অনুব্রতের বয়ান রেকর্ড করতে পারবেন ইডি আধিকারিকরা।

উল্লেখ্য, বর্তমানে তিহার জেলের ৭ নম্বর সেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। তবে এদিন অনুব্রতর আইনজীবীর এমন প্রশ্ন শুনে আদালতকক্ষে হইচই শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে আইনজীবী জানান, আদালতে জানান, আইনে বলা হয়েছে, যদি কোনও জায়গা থেকে কোনও অভিযুক্তকে হেফজতে নেওয়া হয় এবং তাঁকে যদি অন্য রাজ্যে রিমান্ডে নিয়ে য়াওয়া হয় তাহলে সেই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর তাঁকে ফের আগের জায়গায় ফিরিয়ে দিতে হবে। আসানসোল জেল থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে ইডি। কোর্টের নির্দেশ নিয়ে তারা অনুব্রতকে দিল্লিতে নিয়ে আসে। টানা ১৪ দিন  তাঁকে ইডি হেফাজতে রাখা হয়। তারপর সেই মেয়াদ শেষের পর তাকে নিয়ে যাওয়া হয় তিহার জেলে।

 

 

 

Related articles

অনলাইন গেমিং বাতিল কেন, কেন্দ্রের হলফনামা চায় সুপ্রিম কোর্ট 

অনলাইনে কোনও টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি কেউ টাকা রোজগার করতে পারে তাহলে সেটাকে কেন জুয়া হিসেবে...

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...
Exit mobile version