Tuesday, December 16, 2025

স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে গর্বিত! CRPF দিবসে ন.কশাল দমনে কড়া বার্তা দিয়ে মন্তব্য শাহর

Date:

ছত্তিশগড়ে (Chattisgarh) ৮৪ তম CRPF দিবসে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শনিবার তিনি জানান, যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাঁদের পাশে কেন্দ্রীয় সরকার সবসময় থাকবে। তাঁদের অবদান দেশবাসী কোনওদিন ভুলবে না।

অমিত শাহ জানান, স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আমি আজ অত্যন্ত গর্বিত। এই প্রথম আমরা বস্তারে সিআরপিএফের (CRPF) ৮৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছি। আর এই মুহূর্ত অত্যন্ত আনন্দের এবং গর্বের। তবে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মনে করিয়ে দেন, মাওবাদীদের সঙ্গে লড়াইয়ে ৭৬৩ জন সিআরপিএফ জওয়ান দেশের জন্য যে আত্মত্যাগ করেছেন তা নতমস্তকে স্বীকারের দাবি রাখে। শহিদ জওয়ানদের প্রতি আমি আমার আন্তরিক সমবেদনা জানাই। পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের জানাতে চাই মাওবাদীদের (Maoist) বিরুদ্ধে আমাদের লড়াই বর্তমানে শেষ পর্যায়ে এবং এটি শুধুমাত্র জওয়ানদের সাহসিকতা এবং আত্মত্যাগের জন্যই সম্ভব হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী এদিন মনে করিয়ে দেন, বিগত ৯ বছরে ছত্তিশগড়ে সিআরপিএফ জওয়ানরা মাওবাদীদের বিরুদ্ধে লাগাতার লড়াই করেছে এবং আমরা প্রতিবারই সমস্ত প্রতিকূলতাকে জয় করতে সক্ষম হয়েছি। তবে আমরা শুধু জওয়ানদের সামনে এগিয়ে যাওয়ার সাহসটুকু জুগিয়েছিলাম, কিন্তু কখনোই তাঁদের কোনওসময় পিছনে ঠেলে দিইনি। তবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি বলব এর পুরো কৃতিত্ব সিআরপিএফের সাহসী জওয়ানদের। পাশাপাশি এদিন শাহ মনে করিয়ে দেন, ২০১০ সালের তুলনায় নকশাল (Naxal) কার্যকলাপ ছত্তিশগড়ে ৭৬ শতাংশ কমেছে। ইতিমধ্যে সিআরপিএফ জওয়ানরা নকশাল প্রভাবিত এলাকায় ১১০টিরও বেশি মেডিকেল ক্যাম্প তৈরি করেছে এবং ১৮ হাজার আদিবাসীকে বিনামূল্যে ওষুধ দিয়ে সাহায্য করেছে। এছাড়াও রাস্তা, মোবাইল টাওয়ার স্থাপনের পাশাপাশি আইটিআই এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্র খোলা হয়েছে।

 

 

Related articles

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে দর্শকদের টাকা ফেরানো নবান্নের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে

যুবভারতীতে মেসির অনুষ্ঠানের টিকিট (Ticket) কেটেও যাঁরা দেখতে পারেননি, তাঁদের টাকা ফেরানোই এখন নবান্নের (Nabanna) অগ্রাধিকারের তালিকায় শীর্ষে।...

সম্পর্কের টানাপোড়েন! বান্ধবীকে কোপানোর পর চারতলা থেকে ঝাঁপ যুবকের

বান্ধবীকে খুন করে নিজেও চারতলা থেকে ঝাঁপ (Love Tringle)। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার পোস্তা এলাকায়। মঙ্গলবার দুপুরে পোস্তা...

ক্রিসমাসে আলোয় মোড়া হবে পার্ক স্ট্রিট-সহ রাজ্যের একাধিক শহর, সূচি জানালেন ইন্দ্রনীল

কলকাতায় ফের শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০২৫ (Kolkata Christmas Festival)। মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন...

অনামীদের নিয়ে তুমুল দর কষাকষি, রাতারাতি কোটিপতি আকিব-প্রশান্তরা

মঙ্গলবার সৌদি আরবে বসেছিল আইপিএলের মিনি নিলাম।প্রত্যাশা মতোই বড় অঙ্কের দাম পেলেন ক্যামেরন গ্রিন। তবে চমক দিলেন তিন...
Exit mobile version