Monday, November 17, 2025

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গে ছবি দেওয়া প্রতারককে গ্রেফতার করল পুলিশ (Police)। কেন্দ্রের ‘অতিরিক্ত সচিব’ হিসেবে ভুয়ো পরিচয় দেওয়ার অভিযোগে গুজরাটের ওই বাসিন্দাকে কাশ্মীরের একটি পাঁচতারা হোটেল থেকে গ্রেফতার করা হয়। আদালতের নথি অনুসারে, কিরণ প্যাটেল নামে ওই ব্যক্তির এটা কাশ্মীরের তৃতীয় সফর। প্যাটেল দাবি করে, তাঁকে দক্ষিণ কাশ্মীরের আপেল বাগানের জন্য ক্রেতাদের চিহ্নিত করার জন্য সরকার নির্দেশ দিয়েছিল। এমনকী অভিযোগ, রাজধানীতে উচ্চপদস্থ আমলা এবং রাজনীতিবিদদের নাম নিয়ে কয়েকজন আইএএস অফিসারকেও ভয় দেখিয়ে ছিলেন প্যাটেল। আর এই প্রতারকের ছবি প্রকাশ হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে। সেই ছবি নিজেদের টুইটারে পোস্ট করে তৃণমূল কংগ্রেস ডাবল ইঞ্জিন সরকার নিয়ে বিজেপিকে তীব্র খোঁচা দিয়েছে।

২ মার্চ প্যাটেলের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির ধারায় একটি মামলা দায়ের করা হয়। ৩ মার্চ তাঁকে গ্রেফতার করা হয়। তার আগের সফরের সময়, তিনি পর্যটন হটস্পট গুলমার্গে ভ্রমণ করেছিলেন এবং দাবি করেছিলেন যে সরকার তাঁকে এই অঞ্চলে হোটেল সুবিধার উন্নতির জন্য দায়িত্ব দিয়েছে।

আরও পড়ুন- হাবড়ায় শুরু ‘দুয়ারে ডাক্তার’ প্রকল্প, উদ্বোধনে মন্ত্রী

ভিআইপি চলাচলের কোনও তথ্য না থাকায় ২ মার্চ প্যাটেল বিমানবন্দরে নামার পরেই নিরাপত্তা সংস্থার সন্দেহ হয়। বিমানবন্দরে তাঁকে আটকানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু একটি বুলেট-প্রুফ গাড়িতে উঠে হোটেলে চম্পট দেন প্যাটেল। তাঁকে জিজ্ঞাসাবাদ করার পরে গ্রেফতার করা হয়। তাঁর থেকে জাল পরিচয়পত্র উদ্ধার ও নথি উদ্ধার হয়েছে বলে পুলিশ। তবে এই প্রথম নয়, এর আগেও প্রধানমন্ত্রী অফিসের সামনেও নিরাপত্তা রক্ষী পরিবেষ্টিত হয়ে ছবি দিয়েছিলেন কিরণ প্যাটেল। এই রকম একজনের সঙ্গে অমিত শাহর ছবি কেন? তাহলে কী তাঁর নাম নিয়েই প্রভাব খাটান তিনি! এই বিষয় নিয়ে মুখে কুলুপ বিজেপির।

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...
Exit mobile version