Friday, July 4, 2025

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গে ছবি দেওয়া প্রতারককে গ্রেফতার করল পুলিশ (Police)। কেন্দ্রের ‘অতিরিক্ত সচিব’ হিসেবে ভুয়ো পরিচয় দেওয়ার অভিযোগে গুজরাটের ওই বাসিন্দাকে কাশ্মীরের একটি পাঁচতারা হোটেল থেকে গ্রেফতার করা হয়। আদালতের নথি অনুসারে, কিরণ প্যাটেল নামে ওই ব্যক্তির এটা কাশ্মীরের তৃতীয় সফর। প্যাটেল দাবি করে, তাঁকে দক্ষিণ কাশ্মীরের আপেল বাগানের জন্য ক্রেতাদের চিহ্নিত করার জন্য সরকার নির্দেশ দিয়েছিল। এমনকী অভিযোগ, রাজধানীতে উচ্চপদস্থ আমলা এবং রাজনীতিবিদদের নাম নিয়ে কয়েকজন আইএএস অফিসারকেও ভয় দেখিয়ে ছিলেন প্যাটেল। আর এই প্রতারকের ছবি প্রকাশ হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে। সেই ছবি নিজেদের টুইটারে পোস্ট করে তৃণমূল কংগ্রেস ডাবল ইঞ্জিন সরকার নিয়ে বিজেপিকে তীব্র খোঁচা দিয়েছে।

২ মার্চ প্যাটেলের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির ধারায় একটি মামলা দায়ের করা হয়। ৩ মার্চ তাঁকে গ্রেফতার করা হয়। তার আগের সফরের সময়, তিনি পর্যটন হটস্পট গুলমার্গে ভ্রমণ করেছিলেন এবং দাবি করেছিলেন যে সরকার তাঁকে এই অঞ্চলে হোটেল সুবিধার উন্নতির জন্য দায়িত্ব দিয়েছে।

আরও পড়ুন- হাবড়ায় শুরু ‘দুয়ারে ডাক্তার’ প্রকল্প, উদ্বোধনে মন্ত্রী

ভিআইপি চলাচলের কোনও তথ্য না থাকায় ২ মার্চ প্যাটেল বিমানবন্দরে নামার পরেই নিরাপত্তা সংস্থার সন্দেহ হয়। বিমানবন্দরে তাঁকে আটকানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু একটি বুলেট-প্রুফ গাড়িতে উঠে হোটেলে চম্পট দেন প্যাটেল। তাঁকে জিজ্ঞাসাবাদ করার পরে গ্রেফতার করা হয়। তাঁর থেকে জাল পরিচয়পত্র উদ্ধার ও নথি উদ্ধার হয়েছে বলে পুলিশ। তবে এই প্রথম নয়, এর আগেও প্রধানমন্ত্রী অফিসের সামনেও নিরাপত্তা রক্ষী পরিবেষ্টিত হয়ে ছবি দিয়েছিলেন কিরণ প্যাটেল। এই রকম একজনের সঙ্গে অমিত শাহর ছবি কেন? তাহলে কী তাঁর নাম নিয়েই প্রভাব খাটান তিনি! এই বিষয় নিয়ে মুখে কুলুপ বিজেপির।

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version