Monday, August 25, 2025

বাকস্বাধীনতার সঙ্গে কোনও রকম আপস করা উচিত নয়। রাহুল গান্ধীর (Rahul Gandhi) প্রসঙ্গ এড়িয়েও এই মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Governor CV Ananda Bose)। সদ্য লোকসভার সাংসদপদ খারিজ হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। রবিবার, কলকাতা প্রেস ক্লাবে (Kolkata Press Club) এক অনুষ্ঠানের রাজ্যপাল বলেন, “ভারতের মতো গণতান্ত্রিক দেশে বাক স্বাধীনতার সঙ্গে কোনও আপস করা উচিত নয়।“ যদিও তাঁর বক্তব্যে রাহুল গান্ধীর সাংসদপদ খারিজ প্রসঙ্গ আসেনি। তবে, এই প্রেক্ষিতে আনন্দ বোসের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের।

২০১৯-এর লোকসভা ভোটের প্রচারে কর্নাটকের একটি জনসভায় মোদিকে নিয়ে করা একটি মন্তব্যের প্রেক্ষিতে গুজরাতের আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত। ২ বছরের কারাবাসের সাজা শুনিয়েছে। তার জেরেই বাতিল লোকসভার সাংসদ পদ। এর বিরোধিতায় সত্যাগ্রহ আন্দোলনে নেমেছে কংগ্রেস। তৃণমূল (TMC)-সহ অবিজেপি দলগুলি এই প্রসঙ্গে রাহুলের সমর্থনে সরব। এই প্রেক্ষিতে ফের বাক্‌স্বাধীনতার বিষয়ে আলোচনা চলেছ। এদিন, সকালে কলকাতা প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে গিয়ে সেই বাক্‌স্বাধীনতা নিয়েই মন্তব্য করলেন রাজ্যপাল। তাৎপর্যপূর্ণ ভাবে তিনি বলেন, ‘‘ভারতের মতো গণতান্ত্রিক দেশে বাক্‌স্বাধীনতার সঙ্গে কোনও রকম আপস হওয়া উচিত নয়।’’ যদিও রাজনীতি নিয়ে প্রশ্ন এড়িয়েই বেরিয়ে যান রাজ্যপাল।

 

 

Related articles

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...
Exit mobile version