Thursday, August 28, 2025

৩১ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২৩। প্রথম ম‍্যাচে গুজরাত টাইটান্সের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। ২ এপ্রিল নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথম ম‍্যাচে তাদের মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স। তার আগে প্রস্তুতি ব‍্যস্ত দুই শিবির। অস্ট্রেলিয়া সিরিজ কাটিয়ে আরসিবিতে যোগ দিয়েছেন বিরাট কোহলি। সম্প্রতি বেশ কিছুদিনের বিশ্রাম নিয়ে নিজেকে নতুনভাবে ফিরে পেয়েছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আহমেদাবাদ টেস্টে ১৮৬ রানের ইনিংস আত্মবিশ্বাস অনেকটাই ফিরিয়েছে বিরাটের। আইপিএলে অভিযান শুরুর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পডকাস্টে এক সাক্ষাৎকারে প্রাক্তন ভারত অধিনায়ক জানিয়েছেন, কিছুদিন ক্রিকেট থেকে দূরে থাকার ফল পাচ্ছেন। আসন্ন আইপিএলেই নিজের সেরাটা বের করে আনার সুযোগ রয়েছে।

গত বছর টি-২০ বিশ্বকাপের পর লম্বা ছুটি নিয়েছিলেন বিরাট। ছোট ফরম্যাট থেকে বিশ্রামও নেন। এরপর ফিরে এসে নিজের ছন্দ ফিরে পেয়েছেন। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে রান পেয়েছেন। আহমেদাবাদে ১৮৬ রান করে ১২০৫ দিনের টেস্ট সেঞ্চুরির খরা কাটিয়েছেন। ফর্মে ফিরেছেন সাদা বলের ক্রিকেটেও। শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে-তে সেঞ্চুরি পেয়েছেন। তার আগে গত বছর আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০’তে সেঞ্চুরি করেছেন। এবারের আইপিএলে নিজের খেলার আরও উন্নতি চান বিরাট।

আরসিবি’র প্রাক্তন অধিনায়কের কথায়, ‘‘যেভাবে আমি খেলতে চাই ঠিক সেটাই আমি এখন পারছি। আমি চেয়েছিলাম ক্রিকেটটা আগের মতোই উপভোগ করতে। খেলার প্রতি ভালবাসা ফিরিয়ে এনে নিজেকে নতুনভাবে উদ্দীপ্ত করতে চেয়েছিলাম। নিজেকে কিছুদিন খেলার বাইরে রাখতে পারাটা আমাকে সাহায্য করেছে। যখন ফিরে এলাম, তখন সুযোগ ছিল ভাল কিছু করার। কোনও চাপ অনুভব করিনি।’’

বিরাট আরও বলেন, ‘‘বিশ্রামের পর ফল পাচ্ছি। ওয়ান ডে, টি-২০ এবং সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে আমি ভাল খেলেছি। যেভাবে খেলতে চাই, সেই জায়গায় ফিরে এসেছি। এখনও সুযোগ রয়েছে নিজের সেরা জায়গায় পৌঁছনোর। আমার আশা, আইপিএলেই সেরাটা দিতে পারব। সেটা দলকে সাহায্য করবে।’’

আরও পড়ুন:আজ মেয়েদের আইপিএল-এর ফাইনাল, মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস

 

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version