ট.র্নেডোয় তছনছ মিসিসিপি, বাড়ছে মৃ.ত্যুর সংখ্যা

শুক্রবার ভয়াবহ টর্নেডোয় তছনছ হয়ে পড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি। বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা। স্থানীয় সময় অনুযায়ী, শুক্রবার গভীর রাতে গোটা মিসিসিপি জুড়ে আছড়ে পড়ে টর্নেডো।প্রাথমিকভাবে ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে তা আরও বাড়ে। প্রশাসনের তরফে খবর, মৃতের সংখ্যা আরও বেড়েছে। আহত বহু মানুষ। ঘড়ছাড়া বহু মানুষ। মিসিসিপির ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ে প্রায় ১৬০ কিলোমিটার এলাকা জুড়ে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন:আজ মেয়েদের আইপিএল-এর ফাইনাল, মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস


এই প্রবল ঝড়ের দাপটে ইতিমধ্যে চার জনের নিখোঁজ হওয়ার খবর মিলেছে। মূলত পশ্চিম মিসিসিপির সিলভার সিটি নামে একটি শহরে এই টর্নেডোর প্রভাব সবথেকে বেশি পড়েছে। সেখানে প্রায় ২০০ মানুষের বসবাস। পাশাপাশি রোলিং ফর্কেও টর্নেডোর জেরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেই অঞ্চলে জনসংখ্যা প্রায় ১৭০০। ইতিমধ্যে মিসিসিপির বেশ কিছু অংশে টর্নেডো সতর্কতা জারি হয়েছে।
ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি ও মৃত্যুর খবর পেয়ে সমবেদনা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। তিনি মিসিসিপির শহরগুলিতে সাহায্যের আশ্বাস দিয়েছেন।মিসিসিপি প্রশাসন সূত্রে জানা গিয়েছে, “মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। একাধিক শহর লন্ডভন্ড হয়ে পড়েছে। এখনও বিস্তীর্ণ এলাকায় উদ্ধারকারী দল কাজ করছে।”

 

 

Previous articleআইপিএল-এ শুরু বিরাট প্রস্তুতি, নিজের সেরাটা দিতে চান কোহলি
Next article‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীকে আরও বেশি অঙ্গদানে এগিয়ে আসার ডাক মোদির