Saturday, November 1, 2025

টুইটারে নিজের পরিচয় বদল! সাংসদ পদ বাতিলের পর কী লিখলেন রাহুল?

Date:

রাহুলের সাংসদ পদ বাতিল হওয়ার পরই সুর চড়িয়েছে কংগ্রেস। মোদি সরকারকে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। এবার সেই অপসারণকে কেন্দ্র করে টুইটার হ্যান্ডলেও নিজের পরিচয় বদল করলেন রাহুল গান্ধী। রবিবার সকাল থেকে রাহুলের টুইটারে তাঁর ছবির নীচে লেখা রয়েছে, ‘এটি রাহুল গান্ধীর অফিশিয়াল অ্যাকাউন্ট। তিনি জাতীয় কংগ্রেসের সদস্য।’ এরপরই লেখা রয়েছে, ‘ডিস‌’কোয়ালিফায়েড এমপি’ অর্থ্যাৎ অপসারিত সাংসদ। ইংরাজিতে ডিস‌’কোয়ালিফায়েড বানানের অস্তিত্ব নেই। কেন ডিসকোয়ালিফায়েডের বদলে ডিস‌’কোয়ালিফায়েড লিখলেন রাহুল?



আরও পড়ুন:কংগ্রেসের সত্যাগ্রহ পালন কর্মসূচিতে নেই পুলিশি অনুমতি! জারি ১৪৪ ধারা

গত শুক্রবার সাংসদ পদ খোয়ানোর পর শনিবারই প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাহুল গান্ধী। সেখানে তিনি বলেন, “সাংসদ পদ থাকুক বা না থাকুক, আমার কিছু যায় আসে না। আমি নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে দেশের কণ্ঠস্বরের জন্য লড়াই করে যাব।” পাশাপাশি, আদানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কের কথা উল্লেখ করে একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন রাহুল গান্ধী। বলেন,’নরেন্দ্র মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন থেকেই এই সম্পর্কের শুরু। বিমানে বসে থাকা নরেন্দ্র মোদির ছবি দেখালাম। আমার বক্তৃতা মুছে ফেলা হল। আমি স্পিকারের কাছে বিস্তারিত চিঠি লিখেছি এরপর’

প্রাক্তন কংগ্রেস সভাপতি এরপর বলেন, ‘সংসদে বক্তব্য রাখা আমার অধিকার। কিন্তু আমাকে বলতে দেওয়া হচ্ছিল না। আমি স্পিকার স্যারের চেম্বারে গিয়ে জিজ্ঞেস করলাম, কেন তিনি আমাকে কথা বলতে দিচ্ছেন না। তিনি হেসে বললেন যে তিনি আমাকে বলতে দিতে পারবেন না। তিনি আমাকে তাঁর সাথে এক কাপ চা খেতে বললেন।’ রাহুল বলেন, ‘আমি এখানে জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে এসেছি। আমি তাঁদের ভয় পাই না। এটা আমার ইতিহাসে নেই।’
রাহুলের অভিযোগ, ‘সংসদে ফের যাতে আদানিকে নিয়ে কোনও ভাষণ দিতে না পারি, তার জন্যই আমার সাংসদপদ বাতিল করা হল। আদানিজিকে নিয়ে ফের কী না কী বলব, তাতে ভয় পেয়েছেন মোদি।’

এদিকে, রবিবার রাহুলের অপসারণের প্রতিবাদে দিনভর দেশের নানা প্রান্তে সত্যাগ্রহ আন্দোলনের ডাক দিয়েছে কংগ্রেস। দিল্লিতে মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে প্রিয়ঙ্কা গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গেরা জমায়েত করে বিক্ষোভ প্রদর্শন করছেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলার কথা। যদিও রাজঘাটে কংগ্রেসের সত্যাগ্রহে অনুমতি দেয়নি দিল্লি পুলিশ।

 

 

Related articles

চুক্তিভিত্তিক কর্মীদের জন্য শ্রম আইন বাধ্যতামূলক করার দাবি দোলার 

চুক্তিভিত্তিক কর্মীদের পাশে তৃণমূল সাংসদ দোলা সেন (Dola Sen)। এই কর্মীদের ক্ষেত্রে শ্রম আইন যথাযথ প্রয়োগ করা হচ্ছে...

সীমান্তে বেড়া নিয়ে বিজেপির বিশ্বাসঘাতকতা! জগন্নাথের সাসপেনশন দাবি অভিষেকের

ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় নাকি বাংলার প্রশাসনই বাধা। একের পর এক জনসভা থেকে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

সৌদিতে পুলিশের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের! নিরপেক্ষ তদন্তের দাবি 

সৌদি আরবে পুলিশের 'ভুলে' প্রাণ হারাতে হল ভারতীয় এক যুবককে। মৃতের নাম বিজয় কুমার মাহাতো (২৭)।ঝাড়খণ্ডের (Jharkhand) গিরিডি...

হাসপাতাল থেকে ছাড়া পেলেন, শ্রেয়সকে নিয়ে বড় আপডেট দিল বিসিসিআই

অবশেষে স্বস্তি। হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। শনিবার বিসিসিআইয়ের(BCCI) বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা...
Exit mobile version