Thursday, December 18, 2025

রাজনীতি অভিনয় সবেতেই ফ্লপ! হিরণের মন্তব্যের পাল্টা খোঁচা সায়নীর

Date:

Share post:

দুর্নীতি ইস্যুতে নাম জড়িয়েছে একাধিক টলিউড (Tollywood) অভিনেতা-অভিনেত্রীদের এমনটাই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (Central Investigating Team)। দুর্নীতিতে টলিউড (Tollywood) যোগের একাধিক তথ্য ইতিমধ্যেই হাতে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের। এবার টলিউডে দুর্নীতিযোগ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন খড়্গপুরের (Kharagpur) বিধায়ক বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। এবার দেব (Deepak Adhikari), বনি সেনগুপ্ত (Bony Sengupta), প্রযোজক শ্রীকান্ত মোহতা (Producer (Srikant Mohta) , সায়নী ঘোষের (Sayani Ghosh) বিরুদ্ধে চন্দ্রকোণায় তোপ দাগলেন হিরণ। পাল্টা দিয়েছেন যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। তিনি সাফ জানান, “হিরণ আমার সম্পর্কে যা বলছেন, এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে হলে করব। হিরণ রাজনীতি ও অভিনয়ে সব ক্ষেত্রেই অপ্রাসঙ্গিক একজন ব্যক্তি”।

মেদিনীপুরের চন্দ্রকোণায় একটি দলীয় কর্মসূচিতে অংশ নেন হিরণ। সেখানে তাঁকে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে দুর্নীতি ইস্যুতে ‘গ্ল্যামার যোগ’ নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে খড়গপুরের বিজেপি সাংসদ বলেন, গ্ল্যামার ওয়ার্ল্ড নিয়ে আগেও আমি বলেছিলাম দীপক অধিকারী দুর্নীতিতে ভীষণভাবে যুক্ত। তিনি ৫ কোটি টাকা এনামুল হকের কাছ থেকে নিয়েছিলেন। হিরণের আরও অভিযোগ, বনি সেনগুপ্তের মতো ছোট্ট একটা বাচ্চা ছেলেও, সবেমাত্র অভিনয়ে এসেছে, সেও কীভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। পাশাপাশি সায়নী ঘোষ সম্পর্কে হিরণের অভিযোগ, তিনি কীভাবে একটার পর একটা ফ্ল্যাট বানিয়েছেন। কার টাকায় বানিয়েছেন। শ্রীকান্ত মোহতা, যিনি সব থেকে বড় প্রডিউসার, তিনি কত বড় দুর্নীতিতে জড়িয়েছিলেন, কোটি কোটি টাকা লুঠ করেছেন, চুরি করেছেন।

তবে হিরণের এদিনের বক্তব্য প্রসঙ্গে পাল্টা দিয়ে যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ সাফ জানান, “হিরণ আমার সম্পর্কে যা বলছেন, এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে হলে করব। হিরণ রাজনীতি ও অভিনয়ে সব ক্ষেত্রেই অপ্রাসঙ্গিক একজন ব্যক্তি। যদি দল কিংবা মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য এসব বলে থাকেন, তাহলে আমার কিছু বলার নেই। এসব করে হিরণ শেষমেশ কিছুই পাবেন না। খবরের শিরোনামে থাকতেই এসব হয়তো বলছেন। সায়নী আরও জানান, আমার ধারণা হিরণের একটা ক্ষোভ রয়েছে। হিরো হিরণ যথার্থ মর্যাদা পাননি। সেই হতাশা থেকেই এই ধরনের কথাবার্তা বলছেন।”

পাল্টা দিয়েছেন, তৃণমূল সাংসদ শান্তনু সেনও (Shantanu Sen)। তিনি পরিষ্কার জানিয়েছেন, “হিরণ মনকষ্টে রয়েছেন। হিরণ বারাবর তৃণমূলে আসতে চেয়েছিল। তবে যা শর্ত দিয়েছিল আমাদের দল তা মানেনি। ও নিজেই জানে না কতদিন বিজেপিতে থাকবে। মনের দুঃখে এই কথা বলছে।”

 

 

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...