আজ মেয়েদের আইপিএল-এর ফাইনাল, মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস

ফাইনালের আগে মুম্বই শিবির চিন্তায় থাকতে পারে অধিনায়ক হরমনপ্রীতের ফর্ম নিয়ে। টুর্নামেন্টের শুরুতে তিনটি হাফসেঞ্চুরি করার পর হরমনের ব্যাটে রানের খরা।

আজ মেয়েদের আইপিএলের ফাইনালে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। মেয়েদের উদ্বোধনী আইপিএলের মেগা ফাইনাল আজ মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে। দু’দলই টুর্নামেন্টের সবথেকে ধারাবাহিক। সমসংখ্যক পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় শীর্ষে থেকে ফাইনালের টিকিট আগে নিশ্চিত করেছে দিল্লি। আর মুম্বইকে এলিমিনেটর খেলে আসতে হয়েছে। তবে ধারে-ভারে শক্তির বিচারে দু’দলের মধ্যে খুব বেশি পার্থক্য নেই।

 

ফাইনালের আগে মুম্বই শিবির চিন্তায় থাকতে পারে অধিনায়ক হরমনপ্রীতের ফর্ম নিয়ে। টুর্নামেন্টের শুরুতে তিনটি হাফসেঞ্চুরি করার পর হরমনের ব্যাটে রানের খরা। এলিমিনেটরে নাট সিভার ব্রান্টের ব্যাট থেকে অপরাজিত ৭২ রানের ইনিংস না এলে অথবা ইসি উওংয়ের হ্যাটট্রিক না থাকলে মুম্বইয়ের ফাইনাল খেলা কঠিন হত। তাই ফাইনালে হরমনের ব্যাটে রান চাইছে মুম্বই। মুম্বই অধিনায়ক অবশ্য ফাইনালের আগে নিজের ফর্ম নিয়ে চিন্তিত নন।

হরমনপ্রীত বলেছেন, ‘‘আমি রান না পেলেও দল যদি জেতে, এর থেকে ভাল কিছু হতে পারে না। দল হিসেবে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। ফাইনালেও এর কোনও ব্যতিক্রম হবে না। দিল্লি খুব ভাল দল। আমরা ফাইনাল উপভোগ করতে চাইছি।’’

দিল্লির অধিনায়ক অস্ট্রেলীয় ব্যাটার ল্যানিং বলেছেন, ‘‘ব্যাটিং ও বোলিং ইউনিট হিসেবে আমরা ভাল করছি। ছন্দটা ফাইনালেও ধরে রাখতে হবে আমাদের। মুম্বই খুব শক্তিশালী। রাশ আলগা করার কোনও জায়গা নেই।’’

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস