Thursday, August 21, 2025

তোষণের রাজনীতি করে না বিজেপি! মুসলিম সংরক্ষণ বাতিল ইস্যুতে কংগ্রেসকেই নিশানা শাহের

Date:

বিরোধীদের অভ্যাস থাকলেও, বিজেপি (BJP) কখনও ধর্মের ভিত্তিতে তোষণের রাজনীতি করে না। কর্ণাটক নির্বাচনের (Karnataka Election) প্রচারে এসে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। উল্লেখ্য, দিন দুয়েক আগেই রাজ্যের ওবিসি মুসলিমদের (Muslim) ৪ শতাংশ সংরক্ষণ (Reservation) বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্নাটক সরকার (Karnataka Government)। আর এবার সেই সিদ্ধান্তের প্রশংসায় সরব হলেন অমিত শাহ। নির্বাচনী প্রচারে এসে শাহ সাফ জানান, যদিও সে দিনই অন্য আরও একটি সিদ্ধান্তে কর্নাটকের বিজেপি সরকার জানিয়ে দেয় মুসলিমদের বাতিল হওয়া ৪ শতাংশ সংরক্ষণের ফায়দা সমান ভাবে পাবে রাজ্যের দুই হিন্দু গোষ্ঠী লিঙ্গায়েত ও ভোক্কালিগা সম্প্রদায়। তবে নির্বাচনের আগে গেরুয়া শিবির মুসলিমদের সংরক্ষণ প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করলেও কংগ্রেসের দাবি, ক্ষমতায় ফিরেই ওই সিদ্ধান্ত খারিজ করবে তাঁরা।

এদিকে দলের সমাবেশে ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেন, রাজ্যে সংখ্যালঘুদের জন্য সংরক্ষণের যে ব্যবস্থা করা হয়েছিল, তা সংবিধান মেনে হয়নি। সংবিধানে ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কোনও সুযোগ নেই বলেও জানান শাহ। পাশাপাশি কংগ্রেসকে নিশানা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মেরুকরণের রাজনীতির কারণেই কংগ্রেস সংখ্যালঘুদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেছিল। বিজেপির সরকার সেই সংরক্ষণ বাতিল করে ভোক্কালিগা এবং লিঙ্গায়েত সম্প্রদায়ের জন্য করেছে। এরপরই কংগ্রেস শাসনে মেরুকরণের রাজনীতির অভিযোগ করে শাহের অভিযোগ, ভোট ব্যাঙ্কের লোভেই কংগ্রেস হায়দরাবাদ মুক্তিকে স্মরণ করেনি। তিনি আরও বলেন, হায়দরাবাদের মুক্তির জন্য যাঁরা আত্মত্যাগ করেছিলেন তাঁদের মর্যাদাও দেয়নি কংগ্রেস। তিনি বলেন, সর্দার প্যাটেল না থাকলে হায়দরাবাদ যেমন স্বাধীনতা পেত না, স্বাধীনতা পেত না বিদারও।

উল্লেখ্য, আগামী মাসেই বিধানসভা নির্বাচন ঘোষণা হতে চলেছে কর্ণাটকে। তাই সরকারের ওই সিদ্ধান্তের পক্ষে সওয়াল করে অমিত শাহ মনে করিয়ে দেন, ধর্মের ভিত্তিতে সংরক্ষণের বিষয়টি সংবিধান-বিরোধী। এর পরেই ওই সিদ্ধান্তের জন্য কংগ্রেসকে দায়ী করে শাহ বলেন, মুসলিমদের এই তোষণের রাজনীতির জন্য কংগ্রেসই দায়ী। শাহের দাবি, বিজেপি এ ধরনের তোষণের রাজনীতি করে না। তাই রাজ্যের বিজেপি সরকার ওই সংরক্ষণ নীতি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

 

 

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version