Wednesday, August 27, 2025

নন্দকুমার মডেল সমবায় নির্বাচন থেকে শুরু করে সাগরদিঘি উপনির্বাচন, সব ক্ষেত্রেই রাম-বাম আঁতাতের অভিযোগ তুলেছে তৃণমূল। শুধুমাত্র শাসকের বিরোধিতা করতে গিয়ে নীতি-আদর্শকে বিসর্জন দিয়েছে সিপিএমের একটি অংশ। তাদের হাত ধরেই রাজ্যজুড়ে মাথাচাড়া দিচ্ছে অশুভ আঁতাত। বিষয়টি এবার পরোক্ষে স্বীকার করে নিলেন প্রবীণ সিপিএম নেতা বিমান বসুও।

বিধানসভায় সংখ্যার বিচারে আগেই শূন্য হয়েছে বামেরা। আর এই অশুভ আঁতাত যদি চলতে থাকে তাহলে মানুষের থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে সিপিএম। তাই এবার দলকে ও অশুভ আঁতাতের শ্রষ্টাদের সতর্ক করলেন বিমান বসু। তাঁর স্পষ্ট বার্তা, বিজেপির সঙ্গে হাত মেলাতে চাইলে ছাড়তে হবে সিপিএম। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ঠেকাতে “রাম-বাম” জোটে আগ্রহী দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি দিলেন প্রবীণ সিপিএম নেতা বলেন, “আদর্শ জলাঞ্জলি দিয়ে আমরা রাজনীতির রঙ্গমঞ্চে ঘোরাফেরা করতে পারব না। বিজেপি একটি চরম দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল দল। কোনওভাবেই তাদের সঙ্গে আঁতাত করা যাবে না। এরকম কাজ যারা করতে চায়, তারা যেন পার্টিতে না থেকে অন্য দলে চলে যায়।”

মাস কয়েক আগে শুধুমাত্র তৃণমূলকে আটকাতে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থেকে জন্ম হয়েছিল অশুভ আঁতাতের। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাম-বাম-কংগ্রেসের ”রামধনু জোট” জয় পেলেও প্রবল সমালোচনায় বিদ্ধ হয়েছিল সিপিএম। এরপর সাগরদিঘি উপনির্বাচনের পর অশুভ আঁতাত নিয়ে আরও সোচ্চার শাসক দল। এই পরিস্থিতিতে আসন্ন পঞ্চায়েত ভোটে বিভিন্ন জায়গায় ‘রাম-বাম’ জোট গঠনের চেষ্টা হতে পারে, আঁচ করেই বিমানবাবুর এই হুঁশিয়ারি বলে মনে করছেন রাজনৈতিক মহল।

Related articles

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...
Exit mobile version