Sunday, November 9, 2025

সরকারি কর্মচারীদের জন্য সুখবর: উৎসব বোনাস বাড়াল রাজ্য

Date:

সরকারি কর্মীদের উৎসব বোনাস (Festival Bonus) বাড়াল রাজ্য। সোমবার, মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবেশমন্ত্রী মানস ভুঁইয়া জানান, “এবছর অ্যাড হক বোনাস দেওয়া হবে ৫ হাজার ৩০০ টাকা। গত বছর অর্থাৎ ২০২২ সালে দেওয়া হয়েছিল ৪ হাজার ৮০০ টাকা। এবছর ৩৯ হাজার টাকা পর্যন্ত যাঁদের বেতন তাঁরা এই সুবিধা পাবেন। গত বছর ৩৭ হাজার টাকা পর্যন্ত যাঁদের বেতন ছিল, তাঁরাই এই সুবিধা পেয়েছিলেন।“

মন্ত্রী জানান, ফেস্টিভ্যাল অ্যাডভান্স দেওয়া হচ্ছে ১৬ হাজার টাকা। গত বছর দেওয়া হয়েছিল ১৪ হাজার টাকা। ৩৯ হাজার ১টাকা থেকে ৪৯ হাজার পর্যন্ত যাঁদের বেতন তাঁরা এই সুবিধা পাবেন। গত বছর ৩৭ হাজার ১ থেকে ৪৭ হাজার টাকা পর্যন্ত বেতনপ্রাপকরা এই সুবিধা পেয়েছিলেন। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত বেতন হিসেব করে এই সুবিধা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন- বাংলা মিষ্টি ভাষা: মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলার ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতির

অবসরপ্রাপ্ত কর্মীরাও উৎসব ভাতা পান। রাজ্য সরকার (State Government) তাঁদের উৎসবভাতাও বাড়িয়েছে। এবছর তাঁরা পাবেন ২ হাজার ৯০০ টাকা। গত বছর ছিল ২ হাজার ৭০০ টাকা। ৩৩ হাজার টাকা পর্যন্ত পেনশনপ্রাপকরাই এই সুবিধা পাবেন। গত বছর ৩২ হাজার টাকা পর্যন্ত পেনশন প্রাপকরাই এই সুবিধা পেয়েছিলেন।

রমজান মাস চলছে। সামনের মাসেই ঈদ। তার আগেই উৎসব ভাতা ঘোষণা করা হল। এই উৎসব ভাতা ঈদ ও শারদোৎসবের আগে দেওয়া হবে বলে জানা গেছে নবান্ন সূত্রে।

Related articles

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...
Exit mobile version