Wednesday, November 5, 2025

বাংলা মিষ্টি ভাষা: মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলার ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতির

Date:

দুদিনের সফরের প্রথমদিনই নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Drupadi Murmu) নাগরিক সংবধর্না দিল রাজ্য সরকার। আর সেখানেই বাংলায় ভূয়সী প্রশংসা করলেন রাষ্ট্রপতি। ধন্যবাদ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একের পরে এক বাংলার কবিতা উদ্ধৃত করে বাংলা এবং মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি।

মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বক্তৃতা শুরু করেন রাষ্ট্রপতির। বলেন, ‘‘সবাইকে সমান ভাবা, সবাইকে সম্মান দেওয়া, সবাইকে আপন করার গুণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজ অভিভূত।’’ বাংলায় বললেন, ‘‘বাংলার ভাইবোনদের শুভেচ্ছা। জয় জহর।’’ ভাষণে বাংলার প্রশংসায় পঞ্চমুখ দ্রৌপদী মুর্মু। “বাংলা ভাষা মিষ্টি ভাষা”- বলে উল্লেখ করে মাতঙ্গিনী হাজরা থেকে বিনয়-বাদল-দীনেশ-সহ স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করেন দ্রৌপদী মুর্মু। বলেন, “বাংলা থেকেই সৃষ্টি হয়েছে বন্দেমাতরম।” বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম উঠে এলো রাষ্ট্রপতির কথায়। বললেন, নেতাজি সুভাষচন্দ্র বসু বাসভবন এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থানে গিয়ে নিজেকে ভাগ্যবতী বলে মনে করেছেন। বলেন, ‘‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি।’’

বাংলার ‘ভাইবোনেদের’ শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বলেন ‘‘বাংলা ভাষা আমার খুব মিষ্টি লাগে। যখন এই ভাষা শুনি মনে হয় গ্রামের আশেপাশেই আছি। এমনই এই ভাষার সুবাস।’’। নাম নেন সত্যজিৎ রায়, সৌরভ গঙ্গোপাধ্যায়েরও। মঙ্গলবার, তাঁর বেলুড় মঠ যাওয়ার কথা। বেলুড় মঠে যাওয়ার জন্য তিনি উদগ্রীব। সেই কথা উল্লেখ করে দ্রৌপদী বলেন, ”আগামিকাল আমার সুযোগ হবে বেলুড়মঠ দেখার। মা গঙ্গার একদিকে দক্ষিণেশ্বর অন্যদিকে বেলুড় মঠ’।‘‘

অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, শুধু কলকাতা নয়, রাজ্যের মানুষ রাষ্ট্রপতিকে কাছে পেয়ে সম্মানিত। বাংলার কৃষ্টি এবং সংস্কৃতির কথা তুলে ধরেন রাজ্যপাল।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের পরে সঙ্গীত পরিবেশন করেন স্বাগতলক্ষ্মী দাশগুপ্ত, রূপঙ্কর বাগচী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, রাঘব চট্টোপাধ্যায়। এরপর মন্ত্রী বীরবাহা হাঁসদার নেতৃত্বে আদিবাসী নৃত্য পরিবেশিত হয়। তাতে পা মেলান স্বয়ং মুখ্যমন্ত্রী। আপ্লুত রাষ্ট্পতি ও রাজ্যপাল উঠে দাঁড়িয়ে করতালি দেন। রাষ্ট্রপতির হাতে দেবী দুর্গার ডোকরার মুর্তি তুলে দেন মুখ্যমন্ত্রী। শাল, শঙ্খ, পটচিত্র, স্মারক থেকে শুরু করে বাংলার বৈশিষ্ট সমন্বিত উপহার দ্রৌপদী মুর্মুর হাতে তুলে দেন বিশিষ্টরা।

আরও পড়ুন- বিলকিসের ধর্ষকদের ‘অকালমুক্তি’, কেন্দ্রকে নোটিশ শীর্ষ আদালতের

Related articles

SIR বিরোধিতায় ঠাকুরনগরে অনশন মতুয়া সম্প্রদায়ের একাংশের

এসআইআরের (SIR) কারণে এক কোটির বেশি মতুয়া সম্প্রদায় মুক্ত মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বিজেপি ইচ্ছাকৃতভাবে চক্রান্ত...

হরমনপ্রীতের নয়া কীর্তি: ‘বাহুবলী কন্যার’ বাহুতে বিশ্বকাপ

দীর্ঘ অপেক্ষার অবসন ঘটিয়ে হরমনপ্রীত কৌরের(Harmanpreet Kaur )হাতে উঠেছে বিশ্বকাপ ট্রফি(ICC World Cup)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সোনালী ফ্রেমে...

SIR ‘ষড়যন্ত্র’ আটকাতে জনসাধারণের পাশে তৃণমূলের লিগাল সেল: ১১ তারিখ কলকাতা থেকে শুরু, বিশেষ নজর উত্তরবঙ্গ-পূর্ব মেদিনীপুর

এসআইআর (SIR) আতঙ্কে রাজ্যে একের পরে এক আত্মহত্যার ঘটনা ঘটছে। ফলে জনমানসে উদ্বেগ দেখা দিচ্ছে। এই পরিস্থিতি আইনি...

টাইফুন কালমেগির তাণ্ডব ফিলিপিন্সে: বিপর্যস্ত সেবু, বাড়ছে মৃত্যুর সংখ্যা

টাইফুন কালমেগির(Typhoon Kalmaegi )দাপটে ফিলিপিন্সে ( Philippine )ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর নিহতের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী,...
Exit mobile version