Thursday, August 21, 2025

বিলকিসের ধর্ষকদের ‘অকালমুক্তি’, কেন্দ্রকে নোটিশ শীর্ষ আদালতের

Date:

বিলকিস বানো(Bilkis Bano) গণধর্ষণ মামলায় ১১ জন অপরাধীকে মুক্তি দিয়েছে কেন্দ্র ও গুজরাট সরকার। এই ঘটনায় দেশজুড়ে সমালোচনার পাশাপাশি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি দায়ের হয়েছিল মামলা। সোমবার এই মামলার শুনানিতে কেন্দ্র(Central) ও গুজরাত সরকারকে(Gujrat Govt) নোটিশ দিল দেশের শীর্ষ আদালত(Supreme Court)। দুই সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে দোষীদের মুক্তি সংক্রান্ত সমস্ত রিপোর্ট সঙ্গে নিয়ে পরবর্তী শুনানিতে উপস্থিত হওয়ার। এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে আগামী ১৮ এপ্রিল।

শীর্ষ আদালতে দুই বিচারপতির বেঞ্চে সোমবার এই মামলার শুনানি হয়। সেখানেই বিচারপতি কে এম জোসেফ বলেন, এমন অনেক খুনের মামলার উদাহরণ রয়েছে যেখানে বছরের পর বছর মুক্তি না পাওয়ার কারণে অপরাধীরা জেলে পচছে। এটা কি এমন কোনও মামলা যার স্ট্যান্ডার্ড অন্যান্য মামলার মতো একইভাবে প্রয়োগ করা হয়েছে? উল্লেখ্য, গত ১৫ অগাস্ট বিলকিসের ধর্ষকদের মুক্তি গুজরাত সরকার। এই ঘটনায় সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে মামলা দায়ের করেন বিলকিস। সেই আবেদন গ্রহণ করে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি (সিজেআই) ডিওয়াই চন্দ্রচূড় এই মামলার আবেদন শোনার জন্য একটি বেঞ্চ গঠন করেন। সোমবার শীর্ষ আদালতে এই মামলার শুনানিতে কেন্দ্র ও গুজরাত সরকারকে নোটিশ দিল ডিভিশন বেঞ্চ।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version