ফের মুখ পুড়লো সিবিআইয়ের, এসপি সিনহার মামলায় তীব্র ভর্ৎস*না আদালতের

‘কেন একই টেপ রেকর্ডার বাজাচ্ছেন? জামিন দিলে ওরা কি নাচবে?’ সিবিআইকে ভর্ৎসনা করে মন্তব্য বিচারকের।

সিবিআইকে তীব্র ভাষায় ভর্ৎসনা আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারকের। সোমবার ফের একবার আদালতে জামিনের আবেদন করেছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত শান্তিপ্রসাদ সিনহার আইনজীবী। পাল্টা জামিনের বিরোধিতা করেন সিবিআই আইনজীবী। কেন্দ্রীয় তদন্ত সংস্থার বিরোধিতায় ক্ষুব্ধ বিচারক। ‘কেন একই টেপ রেকর্ডার বাজাচ্ছেন? জামিন দিলে ওরা কি নাচবে?’ সিবিআইকে ভর্ৎসনা করে মন্তব্য বিচারকের।ওএমআর শিট বিকৃতির পাণ্ডা নীলাদ্রি বিশ্বাসের মামলাতেই এসপি সিনহার জেল হেফাজত চায় সিবিআই। আর তখনই আদালতের ক্ষোভের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তের গতিপ্রকৃতি নিয়েও প্রশ্ন তুললেন বিচারক।

সওয়াল–জবাব পর্বে বিচারক বলেন, ‘‌আপনারা এই মামলায় এসপি সিনহার জামিনের বিরোধিতা করছেন কেন? এই মামলায় জামিন পেলেও তো এসপি সিনহা অন্য মামলায় জেল হেফাজতেই থাকবেন।’‌ পাল্টা জবাবে সিবিআইয়ের আইনজীবী বলেন, ‘‌এসপি সিনহাকে জামিনে ভুল বার্তা যাবে। তদন্ত খুব গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। এসপি সিনহা বেশ প্রভাবশালী।’‌
সিবিআইয়ের আইনজীবী বলেন, ‘‌তদন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। তাঁকে ছাড়লে তদন্ত প্রভাবিত হতে পারে।’‌ এতে আরও রেগে গিয়ে বিচারক বলেন, ‘‌গুরুত্বপূর্ণ বলেই তদন্ত করতে দেওয়া হয়েছে। তদন্ত করতে না পারলে ছেড়ে দিন।’‌ এভাবে পর পর ভরা এজলাসে ভর্ৎসনা শোনার পর থমকে যান সিবিআই আইনজীবী।
সিবিআই আইনজীবী সওয়াল করেন, ‘‌নীলাদ্রি তদন্তে সহযোগিতা করছেন না। নীলাদ্রিকে দিয়েই সব কাজ করিয়েছিলেন সুবীরেশ ভট্টাচার্য এবং এসপি সিনহারা। ভিন রাজ্যের সংস্থার এই বাঙালি আধিকারিকই হয়ে ওঠেন এসএসসি’‌র উপদেষ্ট কমিটির অন্যতম অস্ত্র।’‌ জবাবে সিবিআই আইনজীবীর উপর রেগে যান বিচারক। আর বলেন, ‘‌নীলাদ্রি সহযোগিতা না করলে তথ্য পাচ্ছেন কীভাবে? আপনি কি জ্যোতিষী?’‌ শুনানির শেষে রায়দান স্থগিত রেখেছে আলিপুরের বিশেষ সিবিআই কোর্ট।