Sunday, August 24, 2025

একগুচ্ছ কর্মসূচি নিয়ে আজ সোমবার প্রথম বাংলায় পা রাখছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দু’দিনের সফরের প্রথমদিনই রাজ্য সরকারের তরফে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। বিকেল ৫টায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সি ভি আনন্দ বোস-সহ অন্যান্য বিশিষ্টরা। সোমবার সকাল ১১টা নাগাদ বিশেষ বিমানে তিনি দমদম বিমানবন্দরে নামবেন। বিমানবন্দর থেকে হেলিকপ্টারে ময়দানের আরসিটিসি হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছবেন। সেখান থেকে এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বোসের বাসভবনে এক অনুষ্ঠানে যোগ দেবেন বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে।

এরপরে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতেও যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখান থেকে যাবেন রাজভবনে। সেখানে বিশ্রাম নিয়ে যাবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের অনুষ্ঠানে। সোমবার রাজভবনেই রাত্রিবাস করবেন রাষ্ট্রপতি। মঙ্গলবার সকাল ১০টায় সায়েন্স সিটি অডিটোরিয়ামে রাষ্ট্রায়ত্ত ইউকো ব্যাঙ্কের একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পরে বেলুড় মঠে যাবেন। ওইদিনই বীরভূমের শান্তিনিকেতনে বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শান্তিনিকেতন থেকে হেলিকপ্টারে ময়দানের আরসিটিসি হেলিপ্যাড গ্রাউন্ড হয়ে রাষ্ট্রপতি কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন। এরপর সেনাবাহিনীর বিশেষ বিমানে দিল্লির উদ্দেশে রওনা হবেন তিনি।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version