Thursday, November 13, 2025

আরিফের থেকে দূরে গিয়ে বিষা*দে ডুবল না-মানুষ বন্ধু, অভুক্ত ৪০ ঘণ্টা!

Date:

Share post:

‘প্রিয় বন্ধু’র থেকে দূরে সরে যেতে হয়েছে, তাই মন খারাপের মরসুমে মুখে কিছুই তুলছে না বিরল প্রজাতির সারস (A rare species of crane)। উত্তরপ্রদেশের কৃষক’বন্ধু’ মহম্মদ আরিফকে (Md Arif)নেট দুনিয়ায় সকলেই চেনেন। ১৯৭২ সালের বন্যপ্রাণ আইনের (Wildlife Act)অধীনে মামলা রুজু হয়েছে আরিফের বিরুদ্ধে। অভিযোগ কী? বন্যপ্রাণীকে নিজের কাছে রেখে দিয়েছিলেন আরিফ। আসলে তিনি বিরল প্রজাতির একটি সারসকে (A rare species of crane) অসুস্থ অবস্থায় উদ্ধার করার পর চিকিৎসা করে সুস্থ করে তুলেছিলেন। এরপরই গড়ে ওঠে এক অসম অমলিন বন্ধুত্ব। যার সাক্ষী হয়েছিল নেট দুনিয়া। কিন্তু বন্যপ্রাণীকে নিজের কাছে রাখা যে অপরাধ তাই মোটা টাকার জরিমানার পাশাপাশি মামলা হয়েছে তাঁর নামে। স্বভাবতই বন্যপ্রাণী দফতর কানপুরের এক চিড়িয়াখানায় (Kanpur Zoo)নিয়ে গেছে তাকে। কিন্তু সেখানে গিয়ে মনমরা সারস। বন্ধু যে নেই, হয়তো মানুষের স্পর্শে সে খুঁজে চলেছে ‘ প্রিয় বন্ধু’র ছোঁয়া।

চিড়িয়াখানা সূত্রে খবর সারস প্রায় ৪০ ঘণ্টা কিছুই মুখে তোলেনি। কোনও মানুষ দেখলেই সে যেন তার বন্ধুকে খুঁজতে চাইছে। ২ কেজি জ্যান্ত মাছ খেতে দেওয়া হয়েছিল সারসটিকে। কিন্তু সেইদিকে ফিরেও তাকায়নি সে। রবিবার সন্ধেবেলায় অবশেষে কিছু খেতে দেখা যায় তাকে। কিন্তু আরিফ কী বলছেন? বন্যপ্রাণীকে আটকে রাখার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। কিন্তু তিনি বলছেন পাখিটিকে কোনও দিনই বেঁধে রাখা হয়নি। জঙ্গলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেও লাভ হয়নি কারণ ততদিনে একটা দারুণ বন্ধুত্ব হয়ে গেছিল। হয়তো সেটাই ভুল ছিল, আক্ষেপ আরিফের। কিন্তু সারস কি কোনভাবেই চিড়িয়াখানার পরিবেশে মানিয়ে নিতে পারবে? চিড়িয়াখানা কর্তৃপক্ষের আশা, সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। তবে মানুষ আর না- মানুষের বন্ধুত্বের গল্পে চোখ ভিজেছে নেট নাগরিকদের।

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...