Friday, November 14, 2025

বাড়ল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার! কতটা খুশি সরকারি চাকুরিজীবীরা?

Date:

সামান্য হলেও বাড়ল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার।দুদিনের বৈঠকের দ্বিতীয় দিনে অর্থ্যাৎ মঙ্গলবার চলতি অর্থবর্ষের সুদ ঘোষণা করা হয়।বলা হয়েছে, ২০২২-২৩ সালে ৮.১৫ শতাংশ হারে সুদ মিলবে ইপিএফে। যা গত অর্থবর্ষের চেয়ে সামান্য বেশি। গত বছর মার্চে ইপিএফের সুদ ৮.৫ শতাংশ থেকে নামিয়ে ৮.১ শতাংশে নিয়ে আসা হয়েছিল। তা ০.০৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুন:আদানি বিতর্কের মাঝেই প্রভিডেন্ট ফান্ডের বৈঠক! বাড়বে কী সুদের হার?

যদিও গত বছর অনেকটাই কমে গিয়েছিল ইপিএফের সুদের হার। তারপরই চাকুরিজীবীদের ক্ষোভের সম্মুখীন হতে হয় কেন্দ্রীয় সরকারকে। ১৯৭৭-৭৮ সালের পরে ওই সুদের হারই ছিল সর্বনিম্ন। তার পর এ বছর সুদের হার কিছুটা বৃদ্ধি করা হবে বলেই আশা করেছিলেন পিএফের প্রায় ৬ কোটি সদস্য। সুদ আগের চেয়ে বাড়ানো হলেও কিন্তু তা প্রত্যাশা পূরণ করতে পারল না বলেই মনে করছেন অনেকে।
সোমবার থেকে নয়া দিল্লিতে শুরু হয়েছে কর্মী পিএফ সংস্থার (ইপিএফও) অছি পরিষদের দু’দিনব্যাপী বৈঠক। মঙ্গলবার সেই বৈঠকে পিএফের সুদের হার নিয়ে আলোচনার পর ঘোষণা করা হল নতুন সুদের হার।


প্রসঙ্গত, কর্মী সংগঠনের তরফে আগেই জানানো হয়েছিল, মূল্যবৃদ্ধির বিষয়টি তুলে ধরে পিএফের সুদ বৃদ্ধির দাবি তুলে ধরেন তাঁরা। তবে কেন্দ্র সেই দাবি মানবে কি না, তা নিয়ে সংশয় ছিল।

 

 

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version