Friday, August 22, 2025

বাদশাহী বাংলোর ঝলক দেখালেন গৌরী, ‘ডিসকাউন্ট’ দাবি শাহরুখের !

Date:

দুই ছেলে এক মেয়েকে নিয়ে একফ্রেমে ধরা দিলেন শাহরুখ (Shahrukh Khan) পত্নী গৌরী খান (Gauri Khan)। কিং নিজেও অবশ্য স্বমহিমায় ছবিতে বিরাজমান। রবিবারের সন্ধ্যায় বলিউডের (Bollywood) পাওয়ার কাপল এক ঝলকে সব লাইমলাইট কেড়ে নেয়। নিজেদের অন্দরমহলের ছবি শেয়ার করেছেন গৌরী (Gauri Khan)। ছবির ক্যাপশনে গৌরী লেখেন, ‘পরিবারকে ঘিরেই তো বাড়ি…’।

শাহরুখের গোটা পরিবার খুব কম সময় একসঙ্গে ধরা দেন। গৌরির পোস্ট করা ছবির প্রতি কণায় আভিজাত্য ধরা দিয়েছে। ছবিতে খান পরিবারের রংমিলান্তি বেশ স্পষ্ট। উরু চেরা ডিপ নেকলাইনের কালো ড্রেসে সুপার হট লুকে ধরা দিলেন গৌরী ! ছবিতে দেখা গেছে কালো প্য়ান্ট, টি-শার্ট আর লেদার জ্যাকেটে সেজেছেন শাহরুখের দুই ছেলে। কিং খানের দেখা মিলেছে ব্ল্যাক টি-শার্ট এবং লেদার জ্যাকেটে। তবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে একজনই , সুহানার সৌন্দর্যকে টেক্কা দিলেন মিসেস খান। তারকা পত্নী হওয়ার পাশাপাশি নিজে একজন সফল ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান। উদ্যোগপতি হিসেবে তাঁর নাম বলিউডের সব সেলেবের কাছেই পোঁছে গেছে। তবে এবার নয়া অবতারে অবতীর্ণ হতে চলেছেন গৌরী। এবার ক্যাফে টেবিল বুক নিয়ে হাজির হবেন শাহরুখ- পত্নী। গৌরীর লেখা কফি টেবিল বইয়ের নাম হতে চলেছে ‘মাই লাইফ ইন ডিজাইন’ (My Life in Design)। স্ত্রী, মা হওয়ার দায়িত্ব সামলাবার পাশাপাশি এবার গৌরীর কিছু উল্লেখ্য প্রোজেক্ট থেকে মন্নতের অন্দরের নানান ছবি থাকবে এই বইতে। পাশাপাশি নতুনদের চমক দেওয়ার মতো টিপস থাকবে বলে জানা যাচ্ছে।

তবে এই ছবিতে ভালবাসা যেমন উপচে পড়েছে ঠিক তেমনি নিজের পতিদেবের কাছ থেকে বড়সড় একটা হুঁশিয়ারি পেতে হয়েছে গৌরীকে। শাহরুখ জানিয়েছেন গৌরীর লেখা বইতে যেসব অন্দরশয্যার ছবি দেখা যাবে সেখানে যদি কোনওটা শাহরুখের নিজের বাংলোর থেকে বেশি সুন্দর হয় , তবে স্ত্রীয়ের কাছ থেকে ‘ডিসকাউন্ট’ চাইবেন কিং খান। খুনসুটির পাশাপাশি নিজের স্ত্রীয়ের পরিশ্রমের তারিফ করেছেন বলিউড বাদশা। তিনি জানিয়েছেন যেভাবে গভীর রাত পর্যন্ত জেগে থেকে নিজের কাজ সময়মতো ডেলিভারি করার জন্য ঘণ্টার পর ঘণ্টা আইপ্যাডে নিজেকে ব্যস্ত রাখেন গৌরী, সেটা অবশ্যই শিক্ষণীয়। নিজের বাড়িতে শাহরুখ খানের লাইব্রেরি আর আরিয়ানের রুম গৌরীর সবথেকে বেশি পছন্দ বলে জানিয়েছেন তিনি।

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version