প্যান এবং আধার কার্ডের সংযুক্তিকরণের মেয়াদ বাড়ল।এক নির্দেশিকায় কেন্দ্র জানিয়েছিল, ৩০ মার্চের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।না হলে দিতে হবে মোটা টাকা জরিমানা। মঙ্গলবার সেই মেয়াদ বাড়িয়ে কেন্দ্র জানিয়েছে, এই কাজের জন্য আরও তিন মাস বেশি সময় পাওয়া যাবে। আগামী ৩০ জুনের মধ্যে প্যান-আধার সংযুক্তির প্রক্রিয়া সম্পন্ন করলেই হবে।
এ ছাড়া, গ্রামাঞ্চলে অনেক ক্ষেত্রেই প্যান এবং আধারের সংযোগ করিয়ে দেওয়ার নামে এক শ্রেণির দালাল মানুষের কাছ থেকে বেশি টাকা তুলছে বলে অভিযোগ। তাই কংগ্রেসের তরফে আর্জি জানানো হয়েছে, নির্দেশ দিয়ে ডাকঘর ও উপ-ডাকঘরের মাধ্যমে নিখরচায় প্যান-আধার সংযোগের ব্যবস্থা করুক কেন্দ্র এবং এই কাজের জন্য মাস ছয়েক সময় বাড়ালে অনেকেরই ভোগান্তি কমবে।