Saturday, August 23, 2025

বাংলো ছেড়ে দেব: সরকারি নোটিশের পাল্টা জবাব দিয়ে চিঠি রাহুলের

Date:

সাংসদ পদ হারিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। এর ফলে সাংসদ হিসেবে বরাদ্দ সরকারি বাংলো ৩০ দিনের মধ্যে ছাড়ার নোটিশ দেওয়া হয়েছিল কেন্দ্রের তরফে। এই নোটিশের জবাবে রাহুল গান্ধী জানিয়ে দিলেন তুঘলক রোডের বাংলো ছেড়ে দেবেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। অন্যদিকে সরকার পক্ষের পাঠানো এই নোটিশ রাহুলের প্রতি বিদ্বেষ মূলক আচরণের বহিঃপ্রকাশ বলে পাল্টা তোপ দেগেছে কংগ্রেস(Congress)।

লোকসভার হাউজিং কমিটির পাঠানো নোটিশ পাওয়ার পর একটি চিঠি পাঠিয়ে রাহুল জানান, “জনগণের ইচ্ছায় গত চার বারের সাংসদ হওয়ার সুবাদে আমি এখানে ভাল সময় কাটিয়েছি। এখানে আমার সুখের স্মৃতিও তৈরি হয়েছে। আমার অধিকারের প্রতি পক্ষপাত না করে আমি চিঠিতে থাকা নির্দেশ মেনে নেব।” এদিকে সরকার পক্ষের এহেন চিঠিকে রাহুলের প্রতি প্রতিহিংসামুলক আচরণ বলে তোপ দেগেছে কংগ্রেস। এই ঘটনা প্রসঙ্গে কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি বলেন, “এই ঘটনা এটাই প্রমাণ করে যে বিজেপির রাহুল গান্ধীর উপর কতখানি বিদ্বেষ। নিয়ম অনুযায়ী নোটিশ দেওয়ার পর ৩০ দিন ওই বাড়িতে থাকা যেতে পারে। ৩০ দিনের পর বাজার মূল্যে ভাড়া দিয়েও থাকা যায় ওই বাড়িতে। কারণ রাহুল গান্ধী ‘জেড প্লাস’ নিরাপত্তার আওতায় পড়েন।”

উল্লেখ্য, সাংসদ পদ খোয়ানোর পর গত সোমবার রাহুলকে এক মাসের মধ্যে তাঁর সরকারি বাংলো খালি করে দেওয়ার নোটিস দেয় লোকসভার হাউজিং কমিটি। রাহুল ২০০৪ সাল থেকে লোকসভার সাংসদ। তাই নিয়ম মেনেই দিল্লিতে ১২ তুঘলক লেনে রাহুলের জন্য সরকারি বাংলো বরাদ্দ করা ছিল এত দিন। ২০০৫ থেকে তিনি ওই বাংলোয় থাকছিলেন। জানা যাচ্ছে, সরকারি বাংলো ছাড়ার পর আপাতত মা সোনিয়ার সঙ্গে ১০ জনপথের বাংলোয় থাকতে শুরু করতে পারেন রাহুল।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version