Sunday, August 24, 2025

লোকসভায় স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে কংগ্রেস

Date:

‘মোদি পদবি’ নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর(Rahul Gandhi) ২ বছরের শাস্তি ও সাংসদ পদ খারিজের ঘটনায় উত্তাল জাতীয় রাজনীতি। এহেন পরিস্থিতির মাঝেই এবার লোকসভার স্পিকার ওম বিড়লার(Speaker Om Birla) বিরুদ্ধে অনাস্থা আনার সিদ্ধান্ত নিল কংগ্রেস(Congress)। কংগ্রেসের এহেন পদক্ষেপে তাদের সঙ্গ দিতে চলেছে বাকি বিরোধী রাজনৈতিক দলগুলি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সোমবার লোকসভায় স্পিকারের বিরুদ্ধে অনাস্থা পেশ করবে কংগ্রেস।

সর্বভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, সম্প্রতি বিরোধী দলগুলির সঙ্গে বৈঠকে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। স্পিকার ওম বিড়লার বিরোধীদের অভিযোগ, আদানি ইস্যুতে বিরোধী দলের সাংসদদের কথা বলার সুযোগ দিচ্ছেন না তিনি। যার জেরেই বিড়লার বিরুদ্ধে আগামী সপ্তাহে আনা হবে অনাস্থা প্রস্তাব। উল্লেখ্য, সংসদে অনাস্থা প্রস্তাব আনতে গেলে নিয়ম অনুযায়ী অন্তত এই পদক্ষেপে ৫০ জন সাংসদের সমর্থন লাগে। তাহলেই এই প্রস্তাব পরবর্তী প্রক্রিয়ার জন্য গৃহীত হয় সংসদে। কংগ্রেসের ৫০ জন সাংসদ না থাকলেও হাত শিবিরের দাবি, কংগ্রেসের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলির সমর্থন রয়েছে এই অনাস্থা প্রস্তাবে। ফলে লোকসভায় স্পিকারের বিরুদ্ধে যে এই প্রস্তাব গৃহীত হবে তা বলাই যায়।

এদিকে বুধবারও সংসদ অধিবেশন শুরু হওয়ার পর দফায় দফায় বিরোধীদের বিক্ষোভে মুলতুবি হয়ে যায় সংসদের দুই কক্ষ। বিরোধীরা শ্লোগান তোলে আদানি মামলায় সংসদীয় কমিটি গঠন করে তদন্ত হোক। বিরোধীদের বিক্ষোভের দু’দফায় মুলতুবি হয়ে যায় রাজ্যসভা ও লোকসভা। দুই কক্ষেই পরবর্তী অধিবেশন শুরু হবে ৩ এপ্রিল সকাল ১১ টায়।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version