Sunday, November 16, 2025

রাহুলের শাস্তি হলে মোদি-শুভেন্দুকে ছাড় কেন? প্রশ্ন তুলে তীব্র আক্রমণ অভিষেকের

Date:

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ার বিরোধিতা করলেও কোনও সম্প্রদায়কে আঘাত করা সমর্থন করেন না। সেই কারণেই কংগ্রেস নেতার মন্তব্যকে সমর্থন করে না অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার, শহিদ মিনারে তৃণমূলের ছাত্র-যুব সমাবেশে রাহুল বিরুদ্ধে আদালতের রায়কে সামনে রেখে নরেন্দ্র মোদি (Naredra Modi ) ও শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) মন্তব্যের বিরুদ্ধে তুমুল আক্রমণ করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

নরেন্দ্র মোদি, নীরব মোদি, ললিত মোদি-কে এক সারিতে বসিয়ে আক্রমণ করেছিলেন। এই কারণে রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে ২ বছরের সাজা ঘোষণা করে সুরাট আদালত। খারিজ হয় রাহুলের সাংসদ পদ। এই পরিস্থিতিতে কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে প্রায় সব কেন্দ্র-বিরোধী দল। রাহুলের সাংসদপদ খারিজের বিরোধিতা করেছে তৃণমূলও। এদিনর মঞ্চ থেকে মোদি সরকারে বিরুদ্ধে তীব্র আক্রমণ শাণিয়ে সেই বিষয়টি উত্থাপন করেন অভিষেক। যদিও তিনি বলেন, কোনও সম্প্রদায়কে আক্রমণ করা সমর্থন করেন না তিনি। কিন্তু মোদি সম্প্রদায়কে আঘাত করার জন্য যদি শাস্তি হয়, তাহলে ২০২১-এর বিধানসভা নির্বাচনী প্রচার বাংলায় এসে প্রধানমন্ত্রী ”দিদি ও দিদি” বলে ব্যঙ্গ করায় তাঁর পদ খারিজ হবে না কেন! তিনি তো মহিলাদের সম্মানে আঘাত করেছেন। আদিবাসী মন্ত্রী বীরবাহা হাঁসদাকে জুতার তলায় রাখি বলার জন্য কেন বিরোধী দলনেতার কেন ২ বছরের জেল হবে না? সুরাট আদালতের রায়কে সামনে রেখে এই বিষয়ে আইনি লড়াই করার জন্য তৃণমূলের লিগাল সেলকে বলেন অভিষেক।

রাহুলের সাংসদ পদ খারিজের বিরুদ্ধে সরব হয়েও কোনও সম্প্রদায়কে আঘাত করা যে তিনি বরাদস্ত করেন না, তা স্পষ্ট করে দেন অভিষেক। পাশাপাশি, বিজেপি চালেই তাঁদের নেতা-মন্ত্রীদের মাত দেওয়ার পরিকল্পনা সাজিয়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

 

 

Related articles

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...

ছাত্রদের কাঁধে বন্দুক রেখে টলিউডে অন্য খেলা? 

ফিল্ম স্কুলের ছাত্র-ছাত্রীরা কমার্শিয়াল ছবি বানালে সে ক্ষেত্রে তাঁরা টলিউডের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখাতে পারেন কি? যখন সেই...

বৈঠকে নীতীশ-চিরাগ! বিহারে মন্ত্রিসভা গঠন নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত

সংখ্যাগরিষ্ঠতার বিচারে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন বিহারে? তা নিয়ে ক্রমশ জলঘোলা শুরু। একদিকে নীতীশ কুমারের...

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...
Exit mobile version