Monday, May 5, 2025

ভিসার (Visa) ইন্টারভিউয়ের (Interview) জন্য আর বেশি সময় অপেক্ষা করতে হবে না ভারতীয়দের। বুধবার এমনই বড় ঘোষণা করল জো বাইডেন (Joe Biden) সরকার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এখন আর ভিসা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না ভারতীয়দের (Indian)। বুধবার বাইডেন প্রশাসন এক বিজ্ঞপ্তি প্রকাশ করে সাফ জানিয়েছে, ভিসা পাওয়ার প্রক্রিয়া আর দীর্ঘমেয়াদি হচ্ছে না। সমস্ত দিক খতিয়ে দেখে চলতি বছর থেকেই ভিসার ইন্টারভিউয়ের সময়সীমা এবার ৬০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভারত থেকে আমেরিকা যাওয়ার জন্য ভিসা পেতে আবেদনকারীদের ইন্টারভিউ দিতে হয়। তবে আমেরিকার ভিসা পাওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হত ভারতীয়দের। ৮০০ দিন অবধি এই ওয়েটিং পিরিয়ড গড়িয়ে যেত। এই সমস্যা থেকে অবশেষে মিলল মুক্তি। বুধবার সেই ওয়েটিং পিরিয়ড (Waiting Period) ৬০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিল আমেরিকা। এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যারা আমেরিকায় বিজনেস বা ট্যুরিস্ট ভিসার (Business or Tourists Visa) জন্য আবেদন করবেন, তারা ইন্টারভিউয়ের জন্য অন্য দেশের দূতাবাস বা কনসুলেট বেছে নিতে পারেন। পাশাপাশি ভিসার আবেদনে যাতে ব্যাকলগ কমে, তার জন্য দূতাবাসে কর্মী সংখ্যা বাড়ানো থেকে শুরু করে প্রথমবার আবেদনকারীদের জন্য বিশেষ ইন্টারভিউয়ের ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

অধিকাংশ ভারতীয়ই এইচ-১বি (H-1B) বা এল ১ (L1) ভিসা নিয়ে মার্কিন মুলুকে চাকরি করতে যান। কিন্তু আচমকাই তাঁদের কর্মহীন হয়ে পড়ার কারণে ওয়ার্ক ভিসা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা ক্রমশ জটিল হয়ে ওঠে। আর এমন পরিস্থিতিতে এই ভিসা সংক্রান্ত বেশ কয়েকটি বিষয়ে রদবদল করল আমেরিকা। পাশাপাশি মার্কিন দূতাবাসের তরফে এদিন আরও জানানো হয়েছে, বিদেশ যাত্রা আরও সহজ করার জন্য ভিসার আবেদন প্রক্রিয়ায় এই বদল আনা হল। এবার থেকে ভিসা আবেদনকারীরা ইন্টারভিউয়ের জন্য আমেরিকার দূতাবাসের বদলে অন্যান্য দেশের দূতাবাসকেও বেছে নিতে পারবেন। অন্য কোনও দেশের দূতাবাসে ওয়েটিং পিরিয়ড কম হওয়ার কারণে আবেদনকারীরা দ্রুত ভিসার জন্য ইন্টারভিউয়ের সুযোগ পাবেন। আর এমন নির্দেশের ফলে বেশ লাভবান হলেন বিপুল সংখ্যক ভারতীয়।

 

 

Related articles

Gold Silver Price: এবার কমের দিকে সোনার দাম

সোমবার à§« মে, ২০২৫ à§§ গ্রাম       ১০ গ্রামপাকা সোনার বাট     ৯৩৯০ ₹             ৯৩৯০০ ₹খুচরো পাকা সোনা   ৯৪৪০...

তন্দুরি নিয়ে রুটি রক্তারক্তি! বিয়ে বাড়ির আনন্দ উধাও ২ তরুণের মৃত্যুতে

বিয়ে বাড়ির আনন্দ। দেদার খাওয়া-দাওয়া। আর শেষ পর্যন্ত সেটাই কাল হল। তন্দুরি রুটি নিয়ে ঝামেলায় মৃত্যু হল দুই...

মোহনবাগান সুপারজায়ান্টকে ট্রান্সফার ব্যানের শাস্তি ফিফার

বড়সড় সমস্যায় মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। নতুন মরসুমে দল গোছানোর আগেই মোহনবাগান সুপারজায়ান্টের(MBSG) ওপর ট্রান্সফার ব্যানের(Transfer Ban) সিদ্ধান্ত ফিফার(Fifa)। অ্যাকাডেমিক...

ওয়াকফ মামলা হস্তান্তর প্রধান বিচারপতির: কেন্দ্রের সুবিধার আশঙ্কা আইনজীবীদের

ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতার মামলা এবার শুনবে পরবর্তী প্রধান বিচারপতি বি আর গভাইয়ের (B R Gavai) বেঞ্চ। প্রধান...
Exit mobile version