Monday, August 25, 2025

বাড়ছে দেনা, চলতি অর্থবর্ষে আরও ১৫.৪৩ লক্ষ কোটির ঋণ নেবে মোদি সরকার!

Date:

কেন্দ্রীয় সরকারের(Central Govt) ঘাড়ের উপর যে ঋণের বোঝা চেপে রয়েছে তাতেই দিশেহারা অবস্থা। এরই মাঝে ২০২৩-২৪ অর্থবর্ষে আরও ১৫.৪৩ লক্ষ কোটি টাকা ঋণ নিতে চলেছে কেন্দ্র। নয়া আর্থিক বছরে শুরুতেই ঋণ হিসেবে বাজার থেকে ৮.৮৮ লক্ষ কোটি টাকা নেবে মোদি সরকার(Modi Govt)। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের(Finance Ministry) তরফে জানানো হয়েছে দেশের আর্থিক বৃদ্ধি ঘটাতে এবং রাজস্ব ব্যবধান মেটাতে এই টাকা ঋণ নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার।

সরকারী বিবৃতি অনুসারে, ২০২৩-২৪ আর্থিক বছরের প্রথমার্ধে ১৫.৪৩ লক্ষ কোটি টাকা ঋণের মধ্যে ৮.৮৮ লক্ষ কোটি টাকা অর্থাৎ ৫৭.৫ শতাংশ টাকা বাজার থেকে বন্ডের মাধ্যমে তোলা হবে। ২৬ টি সাপ্তাহিল কিস্তিতে এই ঋণ নেবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের প্রতি শুক্রবার ৩১ হাজার থেকে ৩৯ হাজার কোটি টাকা আসবে কেন্দ্রের কোষাগারে। অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ৩, ৫, ৭, ১০, ১৪, ৩০ এবং ৪০ বছরের সিকিউরিটিজের মাধ্যমে দফায় দফায় নেওয়া হবে এই বিপুল পরিমান ঋণ।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা (সিইএ) ভি অনন্ত নাগেশ্বরন বলেন, আর্থিক ও বিনিয়োগ ক্ষেত্রে পরিবর্তনের সাথে সাথে আগামী দশকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৬.৫ শতাংশ হবে বলে অনুমান করা হয়েছে। নাগেশ্বরন বলেন, বিশ্বব্যাপী যে আর্থিক সঙ্কটজনক পরিস্থিতি চলছে তাতে রফতানি ক্ষেত্রে কিছুটা ঘাটতি তৈরি হতে পারে। অন্যদিকে বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) জানিয়েছিলেন, আগামী অর্থবর্ষে ৫.৯ শতাংশ ঘাটতি থাকবে। চলতি অর্থবর্ষে ঘাটতির পরিমাণ ৬.৪ শতাংশ। সেখান থেকে যেন এই পরিমাণ কমানো যায়, সেটাই লক্ষ্য রয়েছে কেন্দ্রের।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version