Tuesday, May 6, 2025

বিরোধী জোট, স্ট্যালিনের ডাকে এবার দক্ষিণে একমঞ্চে তৃণমূল-সহ ২০ রাজনৈতিক দল

Date:

দেশের গণতন্ত্র রক্ষা করতে দিল্লির মসনদ থেকে বিজেপিকে উৎখাতের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সব অবিজেপি দলগুলিকে একজোট হতে আবেদন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। সেই লক্ষ্যেই এবার বিজেপি বিরোধী ঐক্যে শান দিতে আগামী à§© এপ্রিল চেন্নাইতে বৈঠকের ডাক দিলেন তামিলনাড়ুর(Tamilnadu) মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন(MK Stalin)। “সামাজিক ন্যায় বিচার সম্মেলন” নামে এই বৈঠকে যোগ দিতে চলেছে তৃণমূল কংগ্রেস(TMC), কংগ্রেস(Congress) সহ মোট ২০টি ছোটোবড় বিরোধী দল। ২০২৪ এর লক্ষ্যে বিরোধীদের এই সম্মেলন যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

আগামী ৫ এপ্রিল ১৪টি রাজনৈতিক দলের সুপ্রিম কোর্টে মামলা রয়েছে। তার আগে ৩ এপ্রিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং ডিএমকে নেতা এমকে স্ট্যালিনের নেতৃত্বে অল ইন্ডিয়া ফেডারেশন অফ সোশ্যাল জাস্টিসের সম্মেলন। যে সমস্ত দলের প্রতিনিধিরা সশরীরে সম্মেলনে যোগ দিতে পারবেন না, তাঁরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে বক্তব্য রাখবেন। এখনও পর্যন্ত যে খবর পাওয়া গিয়েছে, তাতে সম্মেলনে যোগ দেবেন তৃণমূল কংগ্রেসের ডেরেক ও ব্রায়েন , ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হেমন্ত সোরেন, আরজেডি নেতা তেজস্বী যাদব, সপা নেতা অখিলেশ যাদব, ভারতীয় রাষ্ট্র সমিতির কেশব রাও, আম আদমি পার্টির সঞ্জয় সিং, এনসিপির ছগন ভুজবাল, সিপিএমের সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজা, এনসি প্রবীণ নেতা ফারুক আবদুল্লা । কংগ্রেস, শিবসেনা,বিজেডি এবং ওয়াইএসআর কংগ্রেস এই অনুষ্ঠানে উপস্থিত থাকলেও এখনও তাদের প্রতিনিধির নাম নিশ্চিত করেনি।

পাশাপাশি এই প্রথমবার বিরোধী দলগুলির আয়োজিত কোনও সম্মেলনে উপস্থিত থাকবে বিজেডি এবং ওয়াইএসআর কংগ্রেস। রাজনৈতিক মহল মনে করছে লোকসভা নির্বাচনের আগে এই দুই দলের বিরোধী ঐক্যে যোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইইউএমএল এবং এমডিএমকে সহ অনেকগুলি ছোটো আঞ্চলিক দলও উপস্থিত থাকবে এই অনুষ্ঠানে। সম্মেলনে ৩০ মিনিট বক্তব্য রাখবেন স্ট্যালিন। অন্যান্য দলের নেতাদের জন্য à§­ মিনিট করে সময় বরাদ্দ করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন বলেন, “সামনে অনেক রাস্তা চলতে হবে। দেশের স্বার্থে চলার জন্য আমাদের মধ্যে কোনও মতপার্থক্য নেই। এই ধরণের নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে একত্রিত হবে বিরোধীরা।” প্রসঙ্গত এপ্রিলেও আরো একটি বিরোধী মিটিং এর সম্ভাবনা রয়েছে।

Related articles

ভিনরাজ্যে আক্রান্ত হলে ফিরে আসুন: বাংলার পরিযায়ী শ্রমিকদের আহ্বান মুখ্যমন্ত্রীর

ভিনরাজ্যে আক্রান্ত হলে বাংলা ফিরে আসুন পরিযায়ী শ্রমিকরা। মঙ্গলবার, মুর্শিদাবাদের (Murshidabad) সুতির সভা থেকে আহ্বান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

ওয়াকফ আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর, সাহায্য ২৮০ পরিবারকে

ওয়াকফ আইন নিয়ে অশান্তির জেরে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে (Samsherganj) হিংসার ঘটনার পরে পরিস্থিতিত বর্তমানে স্বাভাবিক। স্থানীয় মানুষকে হিংসায় কোনওভাবে...

রোহিতের সামনে বিরাটের রেকর্ড ছোঁয়ার হাতছানি

আইপিএলের(IPL) মঞ্চে নতুন মাইলস্টোনের সামনে রোহিত শর্মা(Rohit Sharma)। ৭৯ রান করতে পারলেই বিরাট কোহলির(Virat Kohli) সঙ্গে আইপিএলের(IPL) এলিট...

না ফেরার দেশে সদা হাস্যমুখ সাংবাদিক বাবজি সান্যাল, অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের

প্রয়াত বাংলা বিনোদন জগতের অতি পরিচিত সাংবাদিক বাবজি সান্যাল (Babji Sanyal)। মঙ্গলবার, সকালে তাঁকে বাড়ির রান্নাঘরের সামনে থেকে...
Exit mobile version