Sunday, May 4, 2025

HC Update : মেয়াদ শেষ প্রকাশ শ্রীবাস্তবের, শুক্রবার থেকেই কাজ শুরু নতুন বিচারপতির!

Date:

বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ তারিখে নিজের কার্যকালের মেয়াদ শেষ করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব (Justice Prakash Shrivastava)। আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে কাজ শুরু করতে চলেছেন টি এস শিবাগ্ননম (Justice TS Sivagnanam)। প্রায় দেড় মাস আগে তাঁর নাম প্রস্তাবনা করে সুপ্রিম কোর্টের কলেজিয়াম (Supreme Court Collegium)। কেন্দ্রীয় আইনমন্ত্রক এই নিয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করে বলে জানা যায়।

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কার্যকালের মেয়াদ শেষ হল। তিনি ২০২১-এর ১১ অক্টোবর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছিলেন। এর আগে তিনি মধ্যপ্রদেশ হাইকোর্টে ছিলেন। মার্চ মাসের শেষ দিন থেকেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি (Chief Justice) হিসেবে টিএস শিবাগ্ননম (Justice TS Sivagnanam) তাঁর কাজ শুরু করতে চলেছেন। উল্লেখ্য মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি থেকে ২০২১-এর অক্টোবরেই বদলি হয়ে কলকাতায় আসেন শিবাগ্ননম। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এস কে কল ও বিচারপতি কে এম জোসেফের কলেজিয়াম বিচারপতি টি এস শিবাগ্ননমের নাম কলকাতার প্রধান বিচারপতি হিসেবে সুপারিশ করে। ২০০৯ সালে মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। তার দুবছর পর ২০১১ সালে স্থায়ী বিচারপতি হন। পরবর্তীতে মাদ্রাজ হাইকোর্টে থেকে কলকাতা হাইকোর্টে আসেন তিনি। এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে মার্চের শেষ দিনেই কার্যভার গ্রহণ করতে চলেছেন টিএস শিবাগ্ননম (Justice TS Sivagnanam)।

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version