Friday, August 22, 2025

ভিক্ষা করে হলেও স্ত্রীর খোরপোশের দায়িত্ব নিতে হবে স্বামীকেই, বড় সিদ্ধান্ত হাই কোর্টের

Date:

বিবাহ বিচ্ছেদের (Divorce) পরও স্ত্রীকে দেখার দায়িত্ব স্বামীর। যদি স্বামী ভিখারি হন সেক্ষেত্রেও মিলবে না রেহাই। সম্প্রতি এক বিবাহ বিচ্ছেদ মামলায় এমনই পর্যবেক্ষণ পাঞ্জাব (Punjab) ও হরিয়ানা হাই কোর্টের (Hariana High Court)। জানা গিয়েছে, বিবাহ বিচ্ছেদের পর সম্প্রতি আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক তরুণী। এরপরই নিম্ন আদালত জানিয়ে দেয় প্রতি মাসে ৫ হাজার টাকা করে খোরপোশ দিতেই হবে স্বামীকে। কিন্তু খোরপোশের কথা শুনেই বেঁকে বসেন স্বামী। তিনি সাফ জানান, স্ত্রীকে ভবিষ্যতে কোনওরকম খোরপোশ দিতে পারবেন না। আর এরপরই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি। কিন্তু পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট মামলা খারিজ করে সাফ জানিয়ে দেয় তেমন হলে ভিক্ষা করেও খোরপোশ দিতেই হবে স্বামীকে।

উল্লেখ্য, পাঞ্জাব এবং হরিয়ানা হাই কোর্ট সূত্রে খবর, দিন কয়েক আগেই নিম্ন আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করে খোরপোশের দাবি জানান এক তরুণী। স্বামীর কাছে মাসে ১৫ হাজার টাকা খোরপোশের দাবি জানান তরুণী। একইসঙ্গে মামলার খরচ হিসেবে অতিরিক্ত ১১ টাকাও দাবি করেন তিনি। এরপরই নিম্ন আদালতের বিচারক যুবকের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনা করে মাসে ৫ হাজার টাকা খোরপোশ নির্ধারণ করেন। পাশাপাশি জানানো হয় মামলার খরচের জন্যও ৫,৫০০ টাকা দিতে হবে স্বামীকে। কিন্তু এরপরই বেঁকে বসেন স্বামী। সাফ জানিয়ে দেন তাঁর পক্ষে প্রতিমাসে স্ত্রীকে এত টাকা খোরপোশ দেওয়া সম্ভব নয়।

এরপরই রায়ের বিরোধিতা করে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের দ্বারস্থ হন স্বামী। যদিও যুবকের সেই দাবি কার্যত খারিজ করে দেন বিচারপতি। বিচারপতির সাফ জবাব, স্ত্রীর দেখভাল করা প্রত্যেক স্বামীর নৈতিক কর্তব্য। পেশায় ভিখারি হলেও স্ত্রীর জন্য এই কাজ করতেই হবে যুবককে। বর্তমান বাজারে খোরপোশের জন্য এই অর্থ একেবারেই বেশি নয় বলে সাফ জানিয়েছে হাই কোর্ট।

 

 

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version