Friday, May 9, 2025

ত্রিপুরা বিধানসভায় কী কাণ্ড ! অশা*লীন ছবিতে মজে বিজেপি বিধায়ক

Date:

বিধানসভায় বিড়ম্বনা, মুঠোফোনে মন ডুবেছে বিধায়কের। তবে নজরে নীল ছবি। এবার ভাইরাল বিজেপির যাদবলাল (Yadavlal Nath)। রামনবমীতে বিজেপি বিধায়কের (BJP MLA) এহেন কাণ্ড প্রকাশ্যে আসতেই ছি ছি পড়ে গেছে। ত্রিপুরা বিধানসভায় (Tripura Assembly) বসে নীল ছবিতে মগ্ন বিজেপি বিধায়ক। এই দৃশ্য লেন্সবন্দি হতে বেশি সময় নেয়নি। ত্রিপুরার বাগবাসা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ (Yadavlal Nath) যেভাবে অধিবেশন কক্ষে পর্ন ছবি দেখতে ব্যস্ত তাতে সুস্থ সংস্কৃতির বুলি আওড়ানো পদ্ম শিবিরের নেতাদের মানসিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিধানসভা অধিবেশন কক্ষে রাজ্যের বড় বড় সিদ্ধান্ত গৃহীত হয়। অথচ সেখানে চূড়ান্ত ক্যাজুয়াল বিজেপি বিধায়ক ! শুধু তাই নয় একমনে ফোনের দিকে চোখ আটকে গেছে তাঁর। কারণ কী? ত্রিপুরার বাগবাসা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ তখন নীল ছবি দেখতে ব্যস্ত। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। এই নিয়ে অভিযুক্ত বিধায়কের কোনও মন্তব্য না পাওয়া গেলেও সূত্রের খবর বিজেপির উপর মহল থেকে তাঁর কাছে জবাবদিহিচাওয়া হয়েছে।

উল্লেখ্য আগে সিপিএম দলের সক্রিয় কর্মী হলেও ২০১৮ সালে যাদবলাল বিজেপিতে যোগ দেন। যদিও সেবারে লাল দলের বিরুদ্ধে জয়লাভ করতে পারেননি বিজেপির এই ‘লাল’। তবে ২০২৩-এর বিধানসভা ভোটে বিজেপির প্রতীকে বাগবাসা থেকে জয়লাভ করেন তিনি। বিধানসভায় নীল ছবি দেখার অভিযোগ বিজেপি বিধায়কদের ক্ষেত্রে আগেও ঘটেছে।২০১২ সালে কর্নাটকের বিজেপি সরকারের দুই মন্ত্রী তর্কবিতর্কে অংশ নেওয়ার কাজ না করে নীলছবি দেখতে গিয়ে ধরা পড়েন। তখন অভিযুক্ত মন্ত্রী লক্ষ্মণ সাভাদি দাবি করেছিলেন, মনোরঞ্জন নয় বরং তিনি শিক্ষা সংক্রান্ত কারণে ওই ভিডিয়ো দেখছিলেন। তাঁর জুড়িদার ছিলেন সিসি পাটিল। এবার কাঠগড়ায় যাদবলাল। এখন ভারতীয় জনতা পার্টি কী ব্যবস্থা নেয় সেটাই দেখার।

 

Related articles

দক্ষিণবঙ্গে চড়ছে পারদ, সপ্তাহান্তে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা!

পঁচিশে বৈশাখের সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে অস্বস্তিকর গরম। রবির কিরণে প্রাণ ওষ্ঠাগত হওয়ার মতো অবস্থা। তাপপ্রবাহের (Heatwave) পূর্বাভাস...

সংবাদ মাধ্যমকে দায়িত্বশীল পরিবেশনের নির্দেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের, জারি বিজ্ঞপ্তি

অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার ভারতীয় সংবাদ মাধ্যম তথা সোশ্যাল মিডিয়া (social media) ব্যবহারকারীদের উপর একগুচ্ছ নির্দেশিকা...

বিশ্বব্যাংকের দরবারে ধাক্কা পাকিস্তানের! ‘সিন্ধু জলচুক্তি’ নিয়ে হস্তক্ষেপ নয়, জানালেন প্রেসিডেন্ট

আকাশপথে হামলা করতে গিয়ে ভারতীয় বায়ুসেনার (IAF ) কাছে পর্যুদস্ত পাকিস্তান, আরবসাগর পথে করাচি উপকূলের কাছে শক্তি বাড়াচ্ছে...

নগদ উদ্ধারকাণ্ডে বিচারপতি ভার্মার ইমপিচমেন্ট সুপারিশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির

শীর্ষ আদালতের বিচারপতির বাড়ি থেকে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা, গত মার্চ মাসে এই ছবিটা উঠে আসার পরই বিচারপতি...
Exit mobile version