Wednesday, November 5, 2025

সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভয়ানক আসক্তি। কিন্তু তার পরিণতি যে এতটা ভয়ঙ্কর হবে তা হয়তো টের পায়নি কেউই। রিলস-এর (Reels) নেশায় মর্মান্তিক পরিণতি এক নাবালিকার। সম্প্রতি এমনই মর্মান্তিক ঘটনা ঘটল তামিলনাড়ুর (Tamil Nadu) তিরুভাল্লুর জেলায়। স্থানীয় সূত্রে খবর, সারাদিন ধরে রিলসে ডুবে থাকত চতুর্থ শ্রেণীর নাবালিকা প্রতীক্ষা। বাবা সারাদিন লেখাপড়ার কথা বললেও কোনও কাজ হয়নি। নিজের মর্জি মতো সারাদিন রিলস বানাতেই ব্যস্ত থাকত প্রতীক্ষা। কিন্তু গত সোমবার বাবা পড়তে বসার জন্য জোর করতেই চরম রাস্তা বেছে নিল নাবালিকা।

গত ৬ মাসে প্রায় ৭০ টি রিলস বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন নাবালিকা। এমনকি প্রতিবেশী ও বন্ধুরা নাকি প্রতীক্ষাকে রিলস কুইন নামে ডাকত। কিন্তু পরিস্থিতি পুরোটাই বদলে যায় সোমবার। জানা গিয়েছে, প্রতীক্ষার বাবা তাকে বাইরে খেলতে দেখে বাড়িতে গিয়ে লেখাপড়ার কথা বলে। এরপরই মেয়েকে ঘরে তালা বন্ধ করে বাবা বাইকে তেল ভরাতে বাইরে চলে যান। রাত ৮ টা ১৫ নাগাদ বাড়িতে ফিরে আসেন তিনি। তবে অনেক ডাকাডাকি করলেও দরজা খোলেনি প্রতীক্ষা। শেষমেশ মেয়ের কোনও সাড়াশব্দ না পেয়ে বাড়ির জানলা ভেঙে ঘরে ঢোকেন ওই ব্যক্তি। এরপর ঘরে ঢুকেই মাথায় হাত। ঘরে ঢুকেই মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান তিনি।

তবে তখনও প্রাণে বেঁচে ছিল প্রতীক্ষা। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পরই সেখানে নাবালিকার মৃত্যু হয় বলে জানিয়ে দেন চিকিৎসকরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নাবালিকার এমন মর্মান্তিক পরিণতিতে এলাকায় শোকের ছায়া।

 

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version