Sunday, November 9, 2025

আইপিএল-এ কি কয়েকটি ম‍্যাচে বিশ্রাম নেবেন রোহিত? কী বললেন মুম্বইয়ের অধিনায়ক

Date:

আগামিকাল থেকে শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম‍্যাচে গুজরাত টাইটান্সের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। তারই প্রস্তুতিতে ব‍্যস্ত সব দল। তবে আইপিএল-এর পরই রয়েছে দুটো বড় প্রতিযোগিতা। বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল এবং একদিনের বিশ্বকাপ। তার জন‍্য ভারতীয় ক্রিকেটারদের বিশ্রামের কথাটা উঠছে বারবার। আর এবার আইপিএলের মাঝেও উঠে এল ভারতীয় ক্রিকেটারদের বিশ্রাম নিয়ে প্রশ্ন। যা করতেই অস্বস্তিতে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।

এদিন সাংবাদিক সম্মেলনে রোহিতকে প্রশ্ন করা হয়, তিনি কি কয়েকটি ম্যাচে বিশ্রাম নেবেন? আর এই প্রশ্ন শুনে কী জবাব দেবেন বুঝতে পারেননি মুম্বই অধিনায়ক। কোচের দিকে তাকিয়ে বলেন, “আমার মনে হয় বাউচার এই প্রশ্নের জবাব দিতে পারবে।” রোহিতের পাশেই বসে ছিলেন দলের প্রধান কোচ বাউচার।

মার্ক বাউচারউ এই প্রশ্ন ঠেলে দেন রোহিতের দিকে, বাউচার আবার পাল্টা রোহিতকে প্রশ্ন করেন, “তুমি কি বিশ্রাম নিতে চাও? সেখানে দুজনে হেসে ফেলেন। তারপরে সাংবাদিকদের দিকে তাকিয়ে বাউচার বলেন, “রোহিত দলের অধিনায়ক। আশা করছি আইপিএলে ও ভাল ছন্দে থাকবে। ও নিজেই বিশ্রাম নিতে চাইছে না। অধিনায়কের পাশাপাশি ব্যাটার রোহিতের কাছ থেকেও আমরা সেরাটা চাইছি। যদি তার জন্য রোহিতকে বিশ্রাম দিতে হয় তা হলে দেব। তাতে কোনও সমস্যা নেই।

আইপিএল শেষে শুরু বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল এবং একদিনের বিশ্বকাপ। বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে ভারত-অস্ট্রেলিয়া। ক্রিকেটারদের যাতে ওয়ার্ক লোড না হয় তাই বিসিসিআইয়ের কিছু অংশ ক্রিকেটারদের বিশ্রামের পক্ষে। যদিও ভারতীয় ক্রিকেটাররা কি করবেন সেটাই এখন দেখার।

আরও পড়ুন:নিজের প্রায় অর্ধেক গাড়ি বিক্রি করে দিয়েছেন কোহলি, কিন্তু কেন? জানালেন স্বয়ং বিরাট নিজেই


 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version