Thursday, November 13, 2025

ধর্না মঞ্চেই তৃণমূলে যোগ তরুণ কুমারের নাতি সৌরভের, উত্তম-স্মরণ মমতার

Date:

রেড রোডে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ধর্নার দ্বিতীয় দিনেই চমক। তৃণমূলে যোগ দিলেন অভিনেতা তরুণ কুমারের নাতি ছোটপর্দার সেনা মুখ সৌরভ বন্দ্যোপাধ্যায় (Sourav Banerjee)। উত্তম কুমারের পরিবারের সঙ্গে তাঁদের অনেক দিনের সম্পর্ক বলে জানান তৃণমূল (TMC) সুপ্রিমো। শুধু তাই নয়, বাম জমানায় উত্তম কুমারে দেহ রবীন্দ্রসদনে রাখতে না দেওয়ার ঘটনাও উল্লেখ করেন করেন তিনি।

সৌরভ ও তাঁর স্ত্রী ত্বরিতার সঙ্গে তৃণমূল পরিবারের সম্পর্ক বরাবরই ভালো। তবে, সরাসরি দলে যোগ দেননি তাঁরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টা নাগাদ ধর্না মঞ্চে পৌঁছন তরুণ কুমারের নাতি। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, দোলা সেন, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, বীরবাহা হাঁসদাদের উপস্থিতিতেই তৃণমূলে যোগ দেন সৌরভ। তৃণমূল সুপ্রিমো বলেন, “তরুণ কুমার আমার বাবার বন্ধু ছিলেন। উত্তম কুমারের পরিবারের সঙ্গে আমাদের অনেক দিনের সম্পর্ক। এই পরিবার বাংলার সম্মানীয় পরিবার।” সেই সঙ্গে বাম জমানায় উত্তম কুমারের মরদেহ রবীন্দ্রসদনে রাখতে না পারার প্রসঙ্গও তুলে মুখ্যমন্ত্রী বলেন, “উত্তম কুমারের মরদেহ রবীন্দ্রসদনে রাখতে দেওয়া হয়নি। এগুলো মানবিকতা নয়, সংস্কৃতি নয়। আমরা সম্পর্কগুলো বজায় রাখি। এগুলোই আমাদের সম্পদ।”

তৃণমূল পরিবারের সদস্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানালেন সৌরভ। বলেন, “ওনাকে ধন্যবাদ জানানোর দৃষ্টতা আমার নেই। উনি দলে আমাকে স্থান দিলেই তাই ওনাকে প্রণাম।” তৃণমূলে যোগ প্রসঙ্গে সৌরভ জানান, ”মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাকে দেখেছেন, যেভাবে বাংলার কথা ভেবেছেন, যা অন্য কারও পক্ষে সম্ভব নয়।”

এদিন সকাল থেকেই সুরেলা মেজাজ ধর্না মঞ্চে। তৃণমূল সভানেত্রীর লেখা কবীর সুমনের সুর দেওয়া ও গাওয়া গান বাজানো হয়। চলে অন্যান্য গানও। মাঝেমধ্যে বাবুল সুপ্রিয়-সহ অন্যান্যদের হাতে মাইক্রোফোন তুলে দেন মমতা। তাঁরাও বিভিন্ন গান করেন। এদিন নেত্রী বলেন, তিনি আজ যুব প্রজন্মের কথা শুনবেন। বিকেল চারটেই বৈঠক রয়েছে ধর্না মঞ্চে। রমজানের কথা মাথায় রেখে রয়েছে ইফতারের ব্যবস্থাও।

Related articles

হাসিনার শাস্তির তারিখ ঘোষণার আগেই ‘উত্তপ্ত’ ঢাকা! লকডাউন ঘোষণা আওয়ামী লিগের

দোষী ধরে নিয়েই মামলা। সেই মামলায় সর্বোচ্চ শাস্তি যেন অবধারিত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে...

নভেম্বরের মাঝেই চাদর-মোড়া ঠাণ্ডা! পারদ আরও নামার ইঙ্গিত

নভেম্বরের শুরুতেই সোয়েটার চাদর বের করতে হচ্ছে আলমারি-ট্রাঙ্ক থেকে। দক্ষিণের জেলাগুলিতে সকালের তাপমাত্রা (temperature) ১৭তে নামছে যেমন, তেমন...

সাত মাস পরে আবার জঙ্গি হামলা, মৃত্যু! ক্ষোভে ফুঁসছে পহেলগামে মৃতের পরিবার

আবার একটি জঙ্গি হামলা। আবার কিছু নিরীহ মানুষের মৃত্যু। আবার একবার পাকিস্তানকে দেখে নেওয়া হুমকি বিজেপি নেতাদের। অথচ...

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...
Exit mobile version