Thursday, August 28, 2025

আহমেদাবাদের বিভিন্ন অঞ্চলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী পোস্টার লাগানোর অভিযোগে আটজনকে গ্রেফতার করা হয়েছে।পোস্টারে মোদি হটাও, দেশ বাঁচাও লেখা ছিল। দেশ জুড়ে আম আদমি পার্টির (আপ) মোদি বিরোধী প্রচার শুরুর একদিন পরেই এই গ্রেফতারের ঘটনা ঘটল।
আহমেদাবাদের পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে বিষয়টি নিয়ে মামলা দায়ের করা হয়েছে এবং এর তদন্ত চলছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আপত্তিকর পোস্টারগুলি শহরের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছিল।গুজরাটের আপ প্রধান ইসুদান বলেছেন, যাদের গ্রেফতার করা হয়েছে তারা আপের কর্মী।আপের তরফে দাবি করা হয়েছে, এই গ্রেফতারের ঘটনায় বোঝা যায় বিজেপি ভয় পেয়েছে।
প্রসঙ্গত, আপের ‘মোদি হটাও, দেশ বাঁচাও’ পোস্টার প্রচার ভারতজুড়ে ১১টি ভাষায় শুরু হয়েছে। ইংরেজি, হিন্দি, উর্দু ছাড়াও গুজরাটি, তেলেগু, পাঞ্জাবি, বাংলা, কন্নড়, মারাঠি ভাষায় পোস্টার ছাপানো হয়েছে।
গত বৃহস্পতিবারই মোদির বিরুদ্ধে দেশের নানা প্রান্তে পোস্টার কর্মসূচির ডাক দেয় আম আদমি পার্টি । আপের তরফে জানানো হয়, দেশের এগারোটি ভাষায় পোস্টার ছাপিয়ে বিভিন্ন রাজ্যে তা ছড়িয়ে দেওয়া হবে। শুক্রবারের ঘটনারও দায় স্বীকার করেছে আপ। গুজরাতের আপ সভাপতি ইসুদান গাদভি দাবি করেছেন, যে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা প্রত্যেকেই আপের সক্রিয় কর্মী।
পুলিশের তরফে জানানো হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ওই ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে আলাদা করে তদন্তও চালাচ্ছে তারা।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version