Thursday, December 18, 2025

প্রেসিডেন্সি সং.শোধনাগারে বসেই মিলল স্বস্তি, বড় সুখবর পেলেন জিতেন্দ্র!

Date:

Share post:

আসানসোল কম্বলকাণ্ডে বর্তমানে কলকাতার প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দি দলবদলু বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। আর সংশোধনাগারে বসেই তিনি পেলেন সুখবর। কয়লা পাচার মামলায় এবার কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) স্বস্তি পেলেন বিজেপি নেতা (BJP Leader) তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। শুক্রবার কয়লা পাচার মামলায় সিআইডি তদন্তের উপর স্থগিতাদেশ (Stay Order) দিল হাইকোর্ট। পাশাপাশি নিম্ন আদালতের দেওয়া জিতেন্দ্রকে জিজ্ঞাসাবাদ করার অনুমতির উপরেও দেওয়া হয়েছে স্থগিতাদেশ। এছাড়াও সিবিআইয়ের পাশাপাশি সিআইডির তদন্তের প্রয়োজনীয়তা কী তাও রাজ্যকে হলফনামার আকারে আদালতে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।

এদিন হাইকোর্টে সওয়াল জবাব চলাকালীন ২০২০ সালে রানীগঞ্জ থানায় দায়ের হওয়া এফআইআর-এর তদন্ত স্থগিতের নির্দেশ দেন বিচারপতি মান্থা। গত বছরের ১০ সেপ্টেম্বর কয়লা পাচার (Coal Smuggling) মামলায় আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে ভবানী ভবনে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়। আদালতে আইনজীবীর অভিযোগ, সুপ্রিম কোর্টে সিআইডির (CID) পদক্ষেপ চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়েছে। এর আগে গ্রেফতারি পরোয়ানা নিয়ে দিল্লি থেকে পুলিশ তাঁকে গ্রেফতারও করেছে। ইতিমধ্যে জিতেন্দ্রর জামিনের জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করা হয়েছে। আগামী সপ্তাহে তার শুনানি হবে। এদিকে গত ২৮ মার্চ জিতেন্দ্রকে জেরা করতে চেয়ে নিম্ন আদালতে আবেদন করে পুলিশ। রানীগঞ্জে কয়লা পাচার নিয়ে পুরনো একটি মামলায় জেরার অনুমতি চাওয়া হয়। ইসিএল এই এফআইআর দায়ের করেছিল। সেখানে তিনজনের নাম থাকলেও জিতেন্দ্রর নাম নেই।

অন্যদিকে রাজ্যের তরফে আইনজীবী জানতে চান, রাজ্য কী তদন্ত করতে পারবে না? কত মামলা সিবিআই (CBI) নিষ্পত্তি করতে পেরেছে? চার্জশিটের পর চার্জশিটই শুধু জমা দেওয়া হয়েছে। সিবিআই তদন্ত করবে আর তারা স্বাধীনভাবে ঘুরবে! এটা হতে পারে না। তবে এদিন দু’পক্ষের বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা কয়লা মামলায় জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে সিআইডি তদন্তের উপর স্থগিতাদেশ দিয়েছেন। পাশাপাশি নিম্ন আদালতের দেওয়া জিজ্ঞাসাবাদে করার অনুমতির উপরেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

 

 

spot_img

Related articles

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...