Wednesday, July 2, 2025

স্বেচ্ছাবসরের আবেদন প্রাথমিক দুর্নীতির তদন্তে সিট সদস্যের, কী বললেন বিচারপতি?

Date:

Share post:

প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে সিট বা বিশেষ তদন্তকারী দল গঠন করেছে আদালত। এই তদন্তকারী দলের অন্যতম সদস্য ধরমবীর সিং(Dharamvir Singh) সম্প্রতি স্বেচ্ছাবসরের আবেদন জানিয়েছেন সিবিআইয়ের(CBI) কাছে। শুক্রবার সেই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের(Abhijit Ganguly) কাছে সিবিআইয়ের দাবি যেহেতু আদালত এই বিশেষ তদন্তকারী দল গঠন করে দিয়েছে, তাই আদালতের অনুমতি ছাড়া সিটের সদস্য ধরমবীর সিংয়ের স্বেচ্ছাবসরের আবেদনে সাড়া দেওয়া সম্ভব হচ্ছে না।

প্রাথমিক নিয়োগে দুর্নীতি কাণ্ডে একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টে। বেশ কিছু মামলা রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেও। এই মামলার তদন্তেই সিট গঠনের নির্দেশ দিয়েছিল আদালত। তবে সেই সিট থেকেই এক সদস্যের অবসরের আর্জিতে আদালতের দ্বারস্থ হল কলকাতা হাইকোর্ট। সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি সিবিআইয়ের এই বিশেষ তদন্তকারী দলে কিছু বাংলাভাষী আধিকারিককেও রাখা যায় কি না, সেই বিষয়টি নিয়েও ভাবছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

উল্লেখ্য, এর আগে এই সিট নিয়ে কড়া পদক্ষেপ করতে দেখা গিয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। সিবিআই-এর গঠিত সিটে আগে সোমনাথ বিশ্বাস নামে আধিকারিক ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে ওই সিবিআই অফিসারকে বিশেষ তদন্তকারী দল থেকে সরানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন, তদন্তের কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না ওই আধিকারিক। কোনও ফাইল স্পর্শ করতে পারবেন না।

spot_img

Related articles

সঙ্কটজনক সৌগত! জড়িয়ে যাচ্ছে কথা, চিন্তায় চিকিৎসকরা 

প্রবীণ সাংসদ সৌগত রায়ের (Saugata Roy) শারীরিক অবস্থার অবনতি। মঙ্গলবার রাতের খবর অনুযায়ী, শিরদাঁড়ার নীচের ব‌্যাথায় কাতর তিনি।...

আমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট শীঘ্রই

আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশিত হতে পারে আগামী দু-এক দিনের মধ্যেই। আন্তর্জাতিক বেসামরিক...

দিনভর বিক্ষোভ আলিপুর আদালতে, বাড়ল তিন অভিযুক্তের পুলিশ হেফাজত

গণধর্ষণে অভিযুক্ত মনোজিৎ মিশ্রর পক্ষে কোনও আইনজীবী যেন লড়াই না করেন, এই দাবিতে মঙ্গলবার দিনভর উত্তপ্ত থাকল আলিপুর...

স্নাতক স্তরে ভর্তি আবেদনের সময়সীমা বাড়িয়ে ১৫ জুলাই, ঘোষণা শিক্ষামন্ত্রীর

স্নাতক স্তরে ভর্তির জন্য কেন্দ্রীয় অনলাইন পোর্টালের আবেদনের সময়সীমা বাড়ানো হল আরও ১৫ দিন। প্রথম দফার আবেদনের জন্য...