Sunday, May 4, 2025

রাজ্যকে না জানিয়ে তিলজলায় কেন্দ্রীয় শিশু সুর*ক্ষা কমিশন !

Date:

Share post:

তিলজলা কাণ্ডে (Tiljala Case) ক্রমশ স্পষ্ট হচ্ছে রাজনীতির যোগ। রহস্যজনকভাবে শিশু মৃত্যুর ঘটনার রিপোর্ট তলব করে রাজ্যের মুখ‌্য সচিব (Chief Secretary) ও ডিজির কাছে চিঠি পাঠায় কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশন (NCPCR)। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান ছিল খুনের সঙ্গে তান্ত্রিক যোগ। যদিও পরে ধৃতের স্ত্রীয়ের বয়ান রেকর্ড করার পর সেই ধারণা থেকে সরে এসেছে পুলিশ। কিন্তু রাজ্যের শিশু সুরক্ষা কমিশনকে (State Child Protection Commission) না জানিয়ে সরাসরি মুখ্যসচিবের কাছে চিঠি পাঠানোয় রাজ্যকে অবমাননার অভিযোগ উঠেছিল কেন্দ্রের বিরুদ্ধে। এবার রাজ‌্য কমিশনকে না জানিয়ে সরাসরি তিলজলায় শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকরা আসায় তীব্র হচ্ছে রাজনৈতিক অভিসন্ধি।

শুক্রবার তিলজলায় রহস্যজনক ভাবে শিশু মৃ*ত্যুর ঘটনার বিষয়ে খতিয়ে দেখতে হাজির হয় NCPCR-এর চেয়ারপার্সন-সহ গোটা টিম। এরপর তাঁরা নিভৃতে কথা বলেন মৃত শিশুর মা বাবার সঙ্গে। এর আগে তিলজলায় শিশুখুনের ঘটনায় জাতীয় শিশু সুরক্ষা কমিশনের শহরে আসার কোনও প্রয়োজন নেই বলে রাজ‌্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় (Sudeshna Roy) দিল্লিতে চিঠি পাঠান। সেই চিঠিকে গুরুত্ব দেওয়া তো দূরের কথা বরং শুক্রবার সুদেষ্ণা রায় তিলজলায় গেলে তাঁকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন কেন্দ্রীয় কমিশনের সদস্যরা বলে অভিযোগ। অন্যদিকে কাজ না করতে দেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যানও। কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগো (Priyank Kanoongo) রাজ‌্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়ের সঙ্গে অভব্য আচরণ করেছেন বলে জানা যাচ্ছে। সুদেষ্ণা রায়ের দাবি, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক’ বলে কার্য়ত ঘাড়ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কেন্দ্রীয় দলের তরফে বলা হয় রাজ্য কমিশন তথ্য গোপনের চেষ্টা করছে। এরপরই প্রশ্ন তোলেন সুদেষ্ণা , “ওঁরা কি তবে খুঁচিয়ে কিছু কথা বের করে আনতে চাইছে?” পাশাপাশি রাজ্যকে না জানিয়ে কেন এভাবে কেন্দ্রীয় কমিশনের সদস্যরা এলেন তা নিয়েও বাড়ছে ধোঁয়াশা। এখন ঘটনার জল কোন দিকে গড়ায় সেটাই দেখার।

 

spot_img
spot_img

Related articles

পহেলগামে গুলির শব্দ শুনেও আসেনি সেনা, বিস্ফোরক অভিযোগ মৃতের স্ত্রীর 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় (Pahelgam Terrorist attack) ভারতীয় সেনার গাফিলতি স্পষ্ট, বিস্ফোরক অভিযোগ করলেন মৃত সমীর গুহর স্ত্রী...

ইস্টবেঙ্গলে ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েরা

ইস্টবেঙ্গলের(Eastbengal) নতুন বিদেশি নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। আসন্ন মরসুমের জন্য ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে তুলে নিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ...

এসএসসি রায় পুণর্বিবেচনা: সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন রাজ্যের

রাজ্যের স্কুলগুলি চলার স্বার্থে ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিহারা শিক্ষকদের চাকরি বাতিলের পদ্ধতি স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। কিন্তু সেটা...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

৪ মে রবিবার ২০২৫১ গ্রাম        ১০ গ্রামপাকা সোনার বাট       ৯৩৯০ ₹    ৯৩৯০০...