Thursday, November 13, 2025

একমুঠো খাবারের আশায় হুড়োহুড়ি, পাকিস্তানে পদপি.ষ্ট হয়ে মৃত ১১

Date:

আর্থিক সংকট(economical crisis) চরম আকার নিয়েছে পাকিস্তানে(Pakistan)। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে খাবার(food) জোটাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে নাগরিকদের এরই মাঝে বিনামূল্যের খাবার নিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ১১ জনের। তাদের মধ্যে রয়েছে দুই মহিলা ও শিশু। গুরুতর আহত হয়েছেন আরো ৬০ জন। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

জানা গিয়েছে, সম্প্রতি পঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকায় বিনামূল্য আটা-ময়লা বিলির সময় নাগরিকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সেই সময় পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে ১১ বাসিন্দা। এরমধ্যে কয়েকজন শিশুও রয়েছে। পাকিস্তান সরকারের দেওয়া তথ্য অনুসারে, গত কয়েকদিনে দক্ষিণ পঞ্জাবের চারটি জেলায় আটা-ময়দা বিলির লাইনে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। সাহিওয়াল, ভাহাওয়ালপুর, মুজাফফরগড় ছাড়াও ফয়সালাবাদ, জাহানিয়ান এবং মুলতান থেকেও পদপিষ্ট হওয়ার খবর এসেছে। উল্লেখ্য গত কয়েক মাস ধরে পাকিস্তানে অর্থনৈতিক সংকট ভয়াবহ আকার নিয়েছে মূল্য বৃদ্ধি এতটাই গুরুতর আকার নিয়েছে যে সাধারণ মানুষের অন্ন সংকুলানই এখন সরকারের কাছে অন্যতম চ্যালেঞ্জ। বিনামূল্যে মৃত্যু ঠেকাতে সরকারের তরফে আটা-ময়দা বিলি করা হচ্ছে। আর সেখানেই ঘটছে এমন দুর্ঘটনা।

এই ইস্যুতে ইতিমধ্যেই সুর চড়িয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টির জোট সরকারের চরম অপদার্থতাই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তাঁরা। অন্যদিক, সমস্যা এড়াতে বেশ কিছু পদক্ষেপ করেছে পঞ্জাবের প্রাদেশিক সরকার। সেখানকার দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী মহসিন রাজা নকভি জানিয়েছেন, পদপিষ্টের মতো ঘটনা এড়াতে আটা-ময়লা বিলি কেন্দ্রের সংখ্যা বাড়ানো হচ্ছে। এছাড়া, আগামী মাসে ভোর ৬টা থেকে খাদ্যদ্রব্য বিলি করার নির্দেশ দিয়েছেন তিনি।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version