Sunday, August 24, 2025

শিবপুরের অ*শান্তির ঘটনায় ‘স্পেশাল সেল’, কড়া বিবৃতি রাজ্যপালের

Date:

হাওড়ার শিবপুরে অশান্তির ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল (C.V Anand Bose)। হাওড়াকাণ্ডে এবার কড়া বিবৃতি দিয়ে রাজ্যপাল বলেন, “শিবপুরে অশান্তির ঘটনায় রাজভবন কড়া নজর রেখেছে। হনুমান ধর্ম রক্ষা করতে লঙ্কায় আগুন লাগিয়েছিলেন। এখানে অধর্মের জন্য যাঁরা আগুন লাগিয়েছেন, তাঁরা নিজেদের বিপদ ডেকে এনেছেন।” প্রসঙ্গত ইতিমধ্যে হাওড়ার অশান্তির ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন রাজ্যপাল সি.ভি আনন্দ বোস। গোটা ঘটনার পর্যবেক্ষণে ‘স্পেশাল সেল’ তৈরি করার নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় রাজভবনের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, সাধারণ মানুষের জীবন, সম্পদ, সম্মান রক্ষার জন্য রাজভবন চোখ কান খোলা রাখছে। এই ঘটনায় একটি স্পেশাল সেল তৈরি করারও নির্দেশ দিয়েছেন এবং সেখান প্রতি মুহূর্তের খবর রাজ্যপালকে জানাতে হবে। পাশাপাশি হাওড়ার ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যসচিবের কাছেও রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুক্রবার তিনি ‘একান্ত’ আলোচনা করেন বলেও জানিয়েছেন রাজ্যপাল আনন্দ।

যদিও রাজভবনের পৃথক মনিটরিং সেল খোলা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। দলের প্রশ্ন, হাওড়া-কাণ্ড নিয়ে রাজভবনে এভাবে পৃথক মনিটরিং সেল খোলা যায় কি? এই সেল নিয়েই এখন শুরু হয়েছে বিতর্ক। হাওড়ার অশান্তি নিয়ে রাজবভনের বিবৃতির পরই তৃণমূল কংগ্রেস মুখপাত্র প্রশ্ন তোলেন, রাজভবনে কি আলাদা করে এভাবে বিশেষ মনিটরিং সেল খোলা যায়? বিবৃতি দেখে মনে হচ্ছে তিনি নিজে আলাদা করে সবকিছু মনিটর করছেন। কিন্তু এটা কি তিনি করতে পারেন? আইনশৃঙ্খলা যেখানে পুরোটাই রাজ্যের এক্তিয়ারভুক্ত বিষয়। তা নিয়ে রাজভবন কী করে মনিটরিং সেল খুলতে পারে?

আরও পড়ুন- নি*ষিদ্ধ শব্দ*বাজি তৈরি রুখতে কঠোর হচ্ছে রাজ্য, নোডাল অফিসার হবেন জেলাশাসকরা, জানালেন মানস ভুঁইয়া

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version